৪/১১/২০২০
১) আত্মহত্যার প্ররোচনার দায়ে মহারাষ্ট্র পুলিশ গ্রেপ্তার করল Republic tv চ্যানেলের সাংবাদিক অর্ণব গোস্বামী-কে!
২) ফ্রান্সের মেরিনিয়াক এয়ারবেস থেকে গুজরাতের জামনগরে এসে পৌঁছল রাফাল যুদ্ধবিমানের দ্বিতীয় ব্যাচ!
৩) কোভিড ১৯ ভ্যাকসিন নিলেন সংযুক্ত আরব আমিরশাহীর প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন রশিদ আল মাখতুম!
৪) আই পি এল-এর মূল পর্বে চলে গেল এই ৪টি দল-
মুম্বই ইন্ডিয়ানস, দিল্লি ক্যাপিটলস, রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর,সানরাইজার্স হায়দরাবাদ!
৫) ৩টি দল(সুপারনোভা,ভেলোসিটি এবং ট্রেলব্লেজার্স) নিয়ে শারজা ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে মহিলা আই পি এল! প্রথম ম্যাচে মুখোমুখি সুপারনোভা এবং ভেলোসিটি!
৬) আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের ওলিভোস ক্লিনিক হাসপাতালে ফুটবলের রাজপুত্র দিয়াগো মারাদোনা-র মস্তিষ্কে সফল অস্ত্রোপচার!
৭) অনেক বেশী ক্ষমতাসম্পন্ন করোনা প্রতিষেধক আবিষ্কারের কথা ঘোষণা করলেন আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের School of Medicine-এর বিশেষজ্ঞগণ!
৮) মারকিন হাউস অফ রিপ্রেজেন্টিটিভসে নির্বাচিত হল ৪ ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্রাট প্রার্থী -
রাজা কৃষ্ণমূর্ত্তি, ডাঃ অমি বেরা, প্রমীলা জয়পাল, রো খান্না!
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক "কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
একটু হাসুন
পাড়ার কাকু : মেয়েদের লেখাপড়া করে কোন লাভ নেই, সেই তো খুন্তি-ই নাড়তে হবে!
পাড়ার মামণি : আপনার নিঃশ্বাস নিয়ে কোন লাভ নেই, একদিন সেই তো মরে যেতে হবে!
লিমেরিক
বিনোদ মন্ডল
১.
এলো একা কোত্থেকে এক আধপাগল পথভোলা
সাকিন থানা জানতে হলো -- জটলা জমা রথতলা।
শিস দেয় গান ধরে করে খিল্লি
কুকুরের ঘেউঘেউ, ম্যাওম্যাও বিল্লি।
বড়বাবু বলেন এযে -- বেতারখ্যাত হরবোলা !
২.
মাথাটাকে খেলাতে কয়হাত তাস খেল ।
স্বাস্থ্যের স্বার্থে সরবতে খাস বেল।
চোখে ধরিস স্বপ্ন
মাকে করিস যত্ন
ভাগ্নের চেক আপে -- ডাক্তার সরখেল।
জ্বলদর্চি পেজ-এ লাইক দিন।👇
আরও পড়ুন। লিনককে ক্লিক করে।
জ্বলদর্চি কুইজ -১৪
জ্বলদর্চি পেজ-এ লাইক দিন।👇
0 Comments