জ্বলদর্চি

৫ নভেম্বর ২০২০




Today is the 5th November, 2020
আজকের দিন 
বাংলায় ---১৯ কার্তিক বৃহস্পতিবার ১৪২৭


আজ, বাঙালি স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাশের জন্মদিন। স্বরাজ্য পার্টি-র প্রতিষ্ঠাতা। দেশবন্ধু নামে পরিচিত। পেশায় আইনজীবী। ১৯০৮ সালে অরবিন্দ ঘোষের বিচারকে কেন্দ্র করে পেশাগত মঞ্চের সম্মুখ সারিতে আসেন। এত সুনিপুণ দক্ষতায় মামলাটির  বিবাদী পক্ষ সমর্থন করেন যে অরবিন্দকে শেষ পর্যন্ত বেকসুর খালাস করে দেয়া হয়। উকিল হওয়া সুবাদে তাঁর বিপুল অর্থ- সম্পদ অকাতরে সাহায্যপ্রার্থীদের কাছে বিলিয়ে দিয়ে বাংলার ইতিহাসে দানবীর হিসাবে সুপরিচিত হয়ে আছেন।

আজ, বাঙালি অভিনেতা অহীন্দ্র চৌধুরীর  প্রয়াণ দিবস। ইনি তিন দশকেরও বেশি সময় ধরে দাপটে বাংলার মঞ্চ কাঁপিয়ে গিয়েছেন। নাট্যকার মন্মথ রায় তাঁকে ‘নটসূর্য’ আখ্যায় ভূষিত করেছিলেন। 'রিজিয়া’ নাটকে সমরেন্দ্রর ভূমিকায় জীবনে প্রথম নাট্যমঞ্চে  আত্মপ্রকাশ। 'সাজাহান’ নাটকে নামভূমিকায়  অভিনয় করে বাংলা নাটকে অভিনয়ের এক নতুন মাত্রা যোগ করেছিলেন।
আজ, স্বনামধন্য কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকার প্রয়াণ দিবস। অত্যন্ত দরাজ গলার অধিকারী। জনপ্রিয়তাও ছিল আকাশচুম্বী। অসমিয়া চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গানের জগতে প্রবেশ করেন। পরবর্তীকালে বাংলা ও হিন্দি ভাষায় গান গেয়ে ভারত এবং বাংলাদেশে অসম্ভব জনপ্রিয়তা পান। 'চামেলী মেমসাহেব' ছবিতে সঙ্গীত পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হন। ১৯৯২ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হন। ১৯৯৩ সালে জাপানে এশিয়া প্যাসিফিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথম ভারতীয় হিসেবে রুদালী ছবির শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কারে সম্মানিত। এছাড়া ২০০৯ সালে সঙ্গীত নাটক অকাদেমি পুরস্কার ও ২০১৯ - এ মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন।

আজ, স্বদেশী আন্দোলনের প্রথম যুগের রাজনীতিক ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। বারীন্দ্রকুমার ঘোষ এবং রাসবিহারী বসুর সহকর্মীরূপে বৈপ্লবিক মন্ত্রে দীক্ষিত হন। তাঁর উদ্যোগে ১৯১৪ সালে রডা কোম্পানির মাউজার পিস্তল অপহরণ করা হয়। ১৯১৫ খ্রিষ্টাব্দে যুগান্তর দল কর্তৃক বার্ড কোম্পানির গাড়ি লুন্ঠনে যতীন্দ্রনাথের সাহায্যকারী ছিলেন। ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনেও যোগ দেন। ইনি জীবনের প্রায় ২৪ বছর বিভিন্ন জেলে কাটিয়েছেন।

আজ, বাঙালী কবি এবং লোকগীতি সংগ্রাহক আশুতোষ চৌধুরীর জন্মদিন। তাঁর রচিত ছেলেদের চট্টলাভূমি গ্রন্থটি পড়ে রায়বাহাদুর দীনেশচন্দ্র সেন মুগ্ধ হয়ে তাঁকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১৯২৫ সালে লোকগীতি সংগ্রাহক নিযুক্ত করেন। তাঁর  সংগৃহীত বিভিন্ন পালাগান পূর্ববঙ্গ-গীতিকায় প্রকাশিত হয়েছে।

আজ, যাত্রাসম্রাট শান্তিগোপাল পালের প্রয়াণ দিবস। যাত্রা জীবনের শুরু নট্ট কোম্পানিতে। পরে নিজের তরুণ অপেরা গড়ে তোলেন। লেনিন, মার্কস, হিটলার থেকে শুরু করে অবলীয়ায় মঞ্চে হাজির হতেন সুভাষচন্দ্র বসু, বিবেকানন্দ, রামমোহন রায় রূপে। তিনিই প্রথম যাত্রাপালাতে সমসাময়িক দেশকাল তুলে এনেছিলেন।

আজ, চলচ্চিত্র ইতিহাসের প্রথম দিকের অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের জন্মদিন। পঞ্চাশের দশকের সিনেমায় অভিনয় করে তিনি লক্ষ মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন। প্রেমেন্দ্র মিত্রের কাহিনী অবলম্বনে নির্মিত হানাবাড়ি সিনেমায় জয়ন্ত চরিত্রে তাঁর অভিনয় সেসময়ে অনেকের মনে দাগ রেখেছিল।

 ইতিহাসে আছে, ১৫৫৬ সালে আজকের দিনে পানিপথের দ্বিতীয় যুদ্ধে সম্রাট আকবর হিমুকে পরাজিত করেছিলেন।

১৭৯৫ সালে আজকের দিনে  ক্যালকাটা গেজেট পত্রিকায় প্রথম বাংলা নাটকের বিজ্ঞাপন প্রকাশিত হয়।

১৯০২ সালে আজকের দিনে গওহরজানের গান দিয়ে কলকাতায় এশিয়ার প্রথম রেকডিং শুরু হয়। 

মনীষী উবাচ :
ভুল করিবার স্বাধীনতা  থাকিলে তবেই সত্যকে পাইবার স্বাধীনতা থাকে। (রবীন্দ্রনাথ ঠাকুর)
______________________________
সংকলক - রুম্পা প্রতিহার 
------------------------------------------------
প্রকাশিত।  ক্লিক করে পড়ুন।
অন্যধারার শর্টফিল্ম।
নিসর্গ নির্যাস মাহাতো। 
পর্ব - ৩

জ্বলদর্চি পেজ-এ লাইক দিন।👇


Post a Comment

0 Comments