জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ৭ নভেম্বর ২০২০


 ৭/১১/২০২০

১) ভারতের সরকারি সংস্থা Telecom Regulatory Authority of India(TRAI)-র তথ্য অনুযায়ী অক্টোবর মাসে Airtel ও Idea(আইডিয়া ও ভোডাফোন-কে TRAI আলাদা কোম্পানি হিসাবে বিচার করে)-র তুলনায় সরকারি টেলিকম সংস্থা BSNL-এর ভয়েস কলিং-এর গুণমান বেশী! 

২) ফুটবলের I-league শুরু হচ্ছে আগামী বছরের ৯ জানুয়ারি, ISL শুরু হবে ২০ নভেম্বর! 

৩) মার্কিন ম্যাগাজিন "ফোর্বস"- এর তথ্য অনুযায়ী ২০২০ সালের নিরিখে বিশ্বে সবথেকে অর্থবান খেলোয়াড়দের মধ্যে বিরাট কোহলি ৬৬-তম স্থানে রয়েছেন! ২০১৯ সালে তাঁর বার্ষিক আয় ছিল ১৮৫ কোটি ৫৭ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা! 

৪) চিকিৎসা ও এম বি বি এস পড়ুয়া-সহ ৩০ কোটি প্রথম কোভিড-১৯ টিকা পাবেন! 

৫) অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশে পাড়ি দিল ISRO-র অল ওয়েদার আর্থ ইমেজিং স্যাটেলাইট EOS 01,পোলার রকেট PSLV-C49'এ চেপে পাড়ি দিল EOS 01-সহ বিদেশের আরও ৯টি স্যাটেলাইট! 

৬) ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন-কে ৪৬-তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করলো সেই দেশের তথ্য বিশ্লেষণকারী সংস্থা Decision Desk! এই ফলাফল মানতে রাজি নয় রিপাবলিকান শিবির! 

৭) আসন্ন আই এস এল-এ  এটিকে-মোহনবাগান ক্লাবের মূল স্পনসর হিসাবে যুক্ত হল SBOTOP.net সংস্থা! এখানে উল্লেখ্য যে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব লিডস ইউনাইটেড- এর মূল স্পনসরও এই সংস্থা! 

৮) আগামিকাল মায়ানমারে সাধারণ নির্বাচন, বিশেষজ্ঞমহলের ধারণা, ফের ক্ষমতা দখলের পথে নোবেল শান্তি পুরস্কার বিজয়িনী জনপ্রিয় নেত্রী আং সান সু কি! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

পাপ্পু : জানিস বল্টু, গবেষণায় জানা গেছে যে শতকরা ৯০ জন পূরুষ জানে না, তাদের বউ কেন রেগে যায়! 
বল্টু : বাকি ১০ শতাংশ? 
পাপ্পু : বাকি ১০ শতাংশ জানেই না যে তাদের বউ রেগে আছে!

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
কলাপাতে মহাভোগ অষ্টম প্রহরে 
দলবেঁধে ডালভাত  ; গ্রাম থেকে শহরে । 
এলো    বিশুদ্ধ মহামারি 
হলো     নিষিদ্ধ মামাবাড়ি 
কোলাকুলি-জনে আজি গলগ্রহ রে ! 

২.
আজ যে সহকারী কাল প্রতিদ্বন্দ্বী 
রাজনীতি দাবাখেলা ভরা অভিসন্ধি। 
মহরমে গলাগলি
দহরমে দলাদলি 
আদর্শহীন নেতা খাঁটি প্রতিবন্ধী।
---------
 আরও পড়ুন 

আজ নোবেলজয়ী বিজ্ঞানী  সি. ভি. রামনের জন্মদিন। শ্রদ্ধা ও স্মরণে পূর্ণচন্দ্র ভূঞ্যা

Post a Comment

0 Comments