জ্বলদর্চি

৮ নভেম্বর ২০২০

Today is the 8th  November, 2020
আজকের দিন 
বাংলায় ---২২ কার্তিক রবিবার ১৪২৭

আজ, সুবিখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবস। ছেলেবেলা থেকেই লেখালেখি শুরু। সাপ্তাহিক দেশ পত্রিকায় সুনন্দর জার্নাল লিখে সুখ্যাতি অর্জন করেন। আসল নাম তারকনাথ গঙ্গোপাধ্যায়। তিন খণ্ডে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস উপনিবেশ পাঠকসমাজে সমাদৃত হয়। আর তাঁর টেনিদা চরিত্রের কার্যকলাপ তো আজও কিশোরদের অনাবিল আনন্দের অনুভূতি এনে দেয়।

আজ, রবীন্দ্র-জীবনীকার প্রভাতকুমার মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস। তাঁর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ৪ খণ্ডে রবীন্দ্র জীবনী। শেষ করতে সময় লেগেছিল ২৫ বছর। রবীন্দ্রনাথ স্বয়ং প্রথম খণ্ডটি দেখে যেতে পেরেছিলেন।

আজ, স্বনামধন্য ব্যঙ্গচিত্র শিল্পী প্রফুল্লচন্দ্র লাহিড়ীর জন্মদিন। পিসিয়েল ও কাফী খাঁ নামেও সমধিক পরিচিত। বাংলার প্রথম এডিটোরিয়াল কার্টুনিস্ট।প্রথমদিকে নিজের কার্টুনের ওপর ডেভিড লো-র সামান্য প্রভাব থাকলেও, আস্তে-আস্তে নিজস্ব স্টাইল তৈরি করেছিলেন। তুলি নয়, বেশির ভাগ ক্ষেত্রেই ব‍্যবহার করতেন নিব। গগনেন্দ্রনাথের সার্থক উত্তরসূরি প্রফুল্লচন্দ্রের কার্টুন সংবাদপত্র-পাঠকদের এক নতুনত্বের সন্ধান দিয়েছিল।

আজ, বিখ্যাত কথাসাহিত্যিক মুনশি প্রেমচাঁদের প্রয়াণ দিবস। আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার অন্যতম সফল লেখক। আসল নাম ধনপত রায় শ্রীবাস্তব।উল্লেখযোগ্য সাহিত্য কীর্তিগুলি হল শতরঞ্জ কি খিলাড়ী, গোদান, নির্মলা, গবন, কর্ম- ভূমি ইত্যাদি। তাঁর লেখা শতরঞ্জ কি খিলাড়ী নিয়ে ওই নামে সত্যজিৎ  রায় সিনেমা তৈরি করেন, যা সেরা জাতীয়  ফিচার ফিল্মের সম্মান পেয়েছিল।
আজ, ইংরেজকবি জন মিল্টনের প্রয়াণ দিবস। সপ্তদশ শতাব্দীর ইংরেজ কবি, গদ্য লেখক। তাঁর প্রসিদ্ধ কাব্য প্যারাডাইস লস্ট এর কারণে তিনি সমধিক পরিচিত। এছাড়া  তাঁর এ্যরোপ্যাজিটিকা গ্রন্থটি সমগ্র বিশ্বের মানুষের বাক স্বাধীনতা, মুদ্রণ স্বাধীনতা এবং সংগ্রামের এক জীবন্ত দলিল।

আজ, বিখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী সুবিনয় রায়ের জন্মদিন। তাঁর গাওয়া রবীন্দ্রসংগীত শঙখ ঘোষের কাছে ছিল জলের ঢেউয়ের তরল তান। তাঁর  রবীন্দ্রগানের গুরু স্বয়ং রবীন্দ্রনাথ।


মনীষী উবাচ :
ধর্ম বলে, মানুষকে যদি শ্রদ্ধা না কর তবে অপমানিত ও অপমানকারী কারও কল্যাণ হয় না। (রবীন্দ্রনাথ  ঠাকুর)
-----------------------------------------------
সংকলক - রূম্পা প্রতিহার 
------------------------------------------------
আরও পড়ুন।

"ভোগবাদী অর্থনীতির এই চরম ও পরম যুগে সব রাজনৈতিক দলগুলো যখন লুটতন্ত্রের নামান্তর হয়ে উঠছে, তখন জন-অধিকার বা গণ-আকাঙ্ক্ষার শেষ মশাল হিসেবে প্রতিরোধের স্বরকে কণ্ঠ দেওয়া বুদ্ধিজীবীর কর্তব্য। কিন্তু এখন প্রশ্ন, এই বহু শিক্ষায় বিভক্ত সমাজে কোন ভাষায় কথা বলবেন বুদ্ধিজীবী?"

জ্বলদর্চি পেজ-এ লাইক দিন।👇


Post a Comment

0 Comments