জ্বলদর্চি

শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস্ সেন্টার থেকে ৪২-তম Communication Satellite উৎক্ষেপিত হবে!

শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস্ সেন্টার থেকে ৪২-তম Communication Satellite উৎক্ষেপিত হবে! 

 ১৬ ডিসেম্বর'২০২০

১) হকির যাদুকর ধ্যানচাঁদ-এর বায়োপিক তৈরীর কথা ঘোষণা করলেন প্রযোজক রনি এবং পরিচালক অভিষেক চৌবে! 
২) ঘন কুয়াশার জন্য একাধিক ট্রেন বাতিল করল ভারতীয় রেল! 
৩) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে এটিকে-মোহনবাগান এবং এফ সি গোয়া! 
৪) করোনা-র শিকড় খুঁজে বার করার লক্ষ্যে সক্রিয় হল World Health Organization(WHO)!
৫) Indian Space Research Organization(ISRO)-এর সংবাদ অনুযায়ী আগামিকাল ভারতীয় সময় বিকেল ৩টে ৪১ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস্ সেন্টার থেকে ৪২-তম Communication Satellite উৎক্ষেপিত হবে! 

৬) ব্রিটেনের রিসার্চ ফার্ম "Moneyshake"-এর তথ্য অনুযায়ী বিশ্বে প্রথম ৫টি গাড়ি প্রস্তুতকারী দেশ হল(পর্যায়ক্রমে) চিন, আমেরিকা, জাপান, জারমানি এবং ভারত! 
বিশ্বের প্রথম ৫টি গাড়ি প্রস্তুতকারী সংস্থা হল(ক্রমাণুযায়ী) Toyota, Volkswagen, Hyundai, General Motors, Ford! 
৭) রাজগীরে তৈরী হল বিহারের প্রথম এবং দেশের দ্বিতীয় Glass Bridge! 
৮) চারশো বছরের ইতিহাসে ছেদ! ২৫ ডিসেম্বর খুলছে না Bandel Church Gate! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

আগামীকাল সূচনা।  প্রতি বৃহস্পতিবার। 
যাঁরা মহাভারত জানতে চান সংক্ষেপে, বিশেষ করে তাঁদের জন্য। নিয়মিত পড়ার জন্য জ্বলদর্চি 
জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

একটু হাসুন 

শিক্ষক : বল্ তো বল্টু, ভারতের কোথায় সবথেকে বেশী বরফ পড়ে? 
বল্টু : মদের গ্লাসে, স্যার!

আজকের দিন 
লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
ঘন ঘন মন খারাপে বিশ্ব কাবু। 
ডাক্তারের উঠোন জুড়ে রোগীর তাঁবু। 
অবসাদ থেকে বাঁচাতে প্রাণ 
প্রসাদ হোক লোকজ গান --
বিশেষ করে কথায় সুরে রবিবাবু। 

২.
ভোটে চাও লড়তে? পারো যদি পরতে -- ছাগচর্ম। 
স্বজনের স্বার্থে -- সারাবেলা সারতে কাজকর্ম। 
ঋষিদের সিদ্ধি
আত্মানাং বিদ্ধি --
করজোড়ে হাঁটতে -- যদি পারো ছাড়তে রাজধর্ম।

আরও পড়ুন 
সত্যি আমাদের এই মানুষ নামে প্রাণীটি বড় অদ্ভুত। কত বিচিত্র সব পেশা। তবে কিছু পেশায় আসতে গেলে শিল্প সাহিত্য সংস্কৃতিকে ভালবেসে আসতে হয়। এই জীবন্ত মডেল পেশাটিও তাই। 

Post a Comment

0 Comments