জ্বলদর্চি

২০২১ নতুন বছর নতুন লেখা (গুচ্ছ কবিতা) / দিলীপ মহান্তী

২০২১ নতুন বছর নতুন লেখা 
গুচ্ছ কবিতা
দিলীপ মহান্তী

শাক্ত পদাবলী

যখনই বেরোতে চাই পথে
বাড়ির উঠোন জড়িয়ে ধরে পা

পথ চলে যায় দূরে, বহুদূরে
যেখানে নদীর ধারে রামপ্রসাদের বাড়ি

স্রোতের দু'পাশে কৃষ্ণচূড়ার সারি
ছায়া দিয়ে রাখে রক্তের মতো ধুলো

যখনই ফিরতে চাই ঘরে 
অনন্ত নীলাকাশ ও পাখির ওড়াওড়ির সাধনা

শালের জঙ্গলে রক্ত জবার ডাক
পাহাড়ের ঝর্ণায় মাধুকরী কথা

সমস্ত পৃথিবী যেন শাক্ত পদে গাঁথা!


শিল্প

তাল তাল কালো মাটি কুমোরের চাকা ঘোরে
গলিত নরম মাটি নাগিনী জড়িয়ে ধরে
জড়ানো আঙ্গুলগুলি মায়া মমতায় ঘেরা
শিল্প জন্ম নেয় ওই গরীব হাতের স্বরে

অদূরে উঠছে ধোঁয়া আগুন জ্বলছে জোরে
পুড়ে হয়ে যাবে লাল আওয়াজে কথা কওয়া
নদীধারে পোড়োবাড়ি নড়বড়ে কারখানা
তাল তাল মাটি আসে শিল্পীর হাত ছোঁয়া

মাটির হাঁড়ির সারি বটের তলায় হাট
প্রত‍্যেকেরই হাতে হাতে পূজার উপচার
শুদ্ধ নতুন হাঁড়ি নতুন ঘরের খোঁজে
চারপাশে কোলাহল গড়ায় অন্ধকার

এ ছবি পুরনো ঠিক, কিছু কিছু জ‍্যান্তও
এখনো ভাঙছে তীর নদীদের আক্রোশ
এখনো নরম মাটি গলে হয়ে যায় জল
জলের স্রোতেই ভাসে কুমোরের হাত যশ...


মহামারী

ধুলোর পৃথিবী: ধুয়ে দেয় পথ ঘাট
আমরা চলেছি-- জীবাণুর ঘরবাড়ি
আঁধারে ভাসছে ডাল ভাত তরকারি!

অতীতের পাপরাশি পোড়ায় নদীর জল
দু'পাশের গ্রামগুলি জেগে থাকে মৃতদেহ ফেলে
শ্মশান অনেক দূরে
শ্মশানেও সতর্কতা জারি!

পথের বিশ্রাম নেই কোনো
কৃষকেরা অনাহারে রোদ খায় মাঠে
যতদূর দৃষ্টি যায় আকাশে ও গাছে
সমস্ত শস‍্যক্ষেত্র জুড়ে পঙ্গপালের সারি!


সূর্যাস্ত

রাঙামাটির ঘুমিয়ে পড়া পথ
আমাকে দেখিয়েছিল পাহাড়ের চূড়া
জঙ্গলের ঝরাপাতার ধ্বনি
আর শীর্ণ কাঁসাই...

দৃষ্টি ভাসে স্রোতে, বাতাসে বাতাসে
মেঘে মেঘে ঘষা খায় বিদ্যুতের শিখা
চারদিক অন্ধকারে ঢাকা!

ধুলো ওড়া টিপ পরা, কাজল-- বিকেল
স্তব্ধ হয়ে থেমে গেছে
বালুচরে একা!


 মঙ্গলকাব্য

মৃতের নগরী থেকে চলে এসে
লালমাটির বুকের আঁচলে রেখেছি মুখ
সবুজে ধুয়েছি দুটি চোখ
আত্মীয় বাতাস এসে দিয়ে গেছে স্মৃতির আদর
চেনা গন্ধ চারপাশে ভাসে
বিষাক্ত হাওয়ায় তাপ বহুদূরে রেখে

মনসামঙ্গলের সুর পাতায় পাতায় খেলা করে
মনে হয় বহু জন্ম আগে
এইসব জঙ্গল পাহাড় চিরে
নদীস্রোত বেয়ে ভেসেছিল বেহুলার ভেলা
ঘাটে ঘাটে ধোপানির পাড়া

দূরে ওই কালকেতুর বাসা
ঘরে ঘরে মঙ্গল দেবতা
এখন সময় পেলে ঝড়জলের রাতে
মেঘদূত নয়, আমিও লিখে যাব:
বেহুলার ফুল্লরার লহনা খুল্লনার ভালোবাসা।

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

আরও পড়ুন

Post a Comment

0 Comments