জ্বলদর্চি

২০২১ নতুন বছর নতুন লেখা (গুচ্ছ কবিতা)/ দেবাশিস তেওয়ারী

২০২১ নতুন বছর নতুন লেখা 
গুচ্ছ কবিতা 
দেবাশিস তেওয়ারী 


অবস্থান

স্রোত ঠেলে জ্বলে ওঠে আলে,
সমূহ লজ্জার ইচ্ছে তুলে নেয় পথশ্রম
                         যতটুকু যন্ত্রণা খসালে ! 
যন্ত্রণার ঘনমেঘে বৃষ্টির পুষ্পিত ইচ্ছে মাখা থাকে অবনতি— প্রেম— বৈকালে

এভাবে দাঁড়িয়ে কান্না মেখে লাভ নেই,
 ইচ্ছের নদীকে তোমরা কোথায় বসালে ? 



পার্থ মানে

পার্থ নুয়া, পার্থ হাসি
পার্থকে মুই ভালোই বাসি

বাসতে বাসতে হাসল নদী
তল পেয়ে যাই আবার যদি

তলের নীচে শুকায় শহর
রাধামাধব— বংশী লহ

বাঁশির নীচে লুকায় রাত
পার্থ নুয়ার খাস্ বরাত

নুয়া-হাসি— সর্বনাম
বাড়ির কাছেই কর্ম-ধাম

কাজের নুয়া ঘোরায় চাকা
পার্থ মানে পাপুর কাকা


প্রচন্ড হেরম্ববোধ

প্রচন্ড হেরম্ববোধ নিঃসংশয় পড়ে আছে জলে
উপরে পাদুকা, ভাসছে, জলকণা, শূন্য অতিদূর
অর্থের যে অপচয় তার নানা রহস্যের ডালি
ভরে ভরে উঠছে আর পাকে পাকে গন্ধ ভুর ভুর

বের হচ্ছে, যে জটিল পরওয়ার— থমকে যাওয়া ভয়ে
এখনি দাঁড়িয়ে ছিল, এইমাত্র দুমড়ে-মুচড়ে পলে
মেখে নীল পরাকাষ্ঠা, আবার জিগির তুলছে— ধুম্
আর তার স্বরগুলো স্তরে স্তরে ক্রমে ক্ষয়ে ক্ষয়ে
পালিয়ে রোদ্দুর মাখছে, শীতের অপ্রতিরোধ্য ঘুম
অর্থের নানান ফালি পিষে মরছে অনর্থের কলে
প্রচন্ড হেরম্ববোধ নিঃসংশয় পড়ে থাকে জলে । 


বাতি রে বাতি

বাতি রে বাতি
আমরা করি খাতির
খাদের নীচে ছোট্টো পাতা
রাস্তা জনজাতির
উড়ছে পাতা, পাড়ছে পাতা
মাথার উপর ঘুরছে জাঁতা
জাঁতার নীচে গণৎকার
সংসার তো মায়ার জার
জার মানে তো কুয়োর ব্যাঙ
কে যে কাকে মারবে ল্যাঙ
সেসব বোঝা খুব জটিল
ব্যাঙে ব্যাঙে কখন মিল
মিলের মাথায় ফুলকলি
পাক খেয়ে যায় ঘোর কলি


সত্যমিথ্যা

পিটার নাৎসির দুর্গ ভেঙ্কটেশ নাম
উপমেয় শব্দটাকে মিথ্যে ভাবিলাম

ভাবার অনেক দৃষ্টি গোধূলি লক্ষণ
ঝনাৎঝনাৎ শব্দে ছিঁড়ে যায় মন

মনের অনেক নীচে আপাদমস্তক
যেখানে অনেক রাস্তা হেঁটে যায় লোক

লোকের সত্যটুকু ভীষণ ঝাঁঝালো
সমস্যার উপমন্যু জ্বেলে দিল আলো

আলোর প্রদোষে কাঁপে মিথ্যের গোধূলি
মিথ্যে দেখে ভুলে যাই সত্যের সে ঠুলি

কেননা সত্য বড় তির্যক বাহারি
তুলনায় মিথ্যটুকু— ইজি ধরতে পারি

ইজি ধরবার নেই ডান কিংবা বাম
পিটার নাৎসির দুর্গ ভেঙ্কটেশ নাম

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇


আরও পড়ুন

Post a Comment

0 Comments