জ্বলদর্চি

২০২১ নতুন বছর নতুন লেখা (গুচ্ছ কবিতা)/ মহাদেব চক্রবর্তী

২০২১ নতুন বছর নতুন লেখা 
গুচ্ছ কবিতা 
মহাদেব চক্রবর্তী 

বাক শক্তি 

তুমি তো খুলতে পারো দুটো ঠোঁট 
শব্দ করো মানুষের ভগবান সাড়া দেবেন ।
তোমার অধিকারে এখনও তো আছে জিভ ।
গেয়ে ওঠো ঘুম ভাঙানোর গান ।
ছেড়ে দাও কান ফাটানো চিৎকার 
পেটানো দেহটা তোমারই চাকর ।
অন্তিম লগ্নের বাকি অনেক 
সব সত্যি গুলো হয়নি শেষ ।


উত্তরাধিকার 

এখনো খুলতে পারি দুটো ঠোঁট 
ওটা নিজস্ব সম্পদ আমার 
এখনো সর্বদা নড়াচড়া করে জিভ 
ওটারও দখলদারি আপন 
সমগ্র শরীরের চলন নিয়ন্ত্রিত 
এখনও ছটফটে তরতাজা প্রাণ 
দেহ মনের শেষ লগ্নের বাকি অনেক 
ইন্দ্রিয়গুলি অহোরাত্র সতেজ সজাগ 
মুহুর্তে আলাদা করে দেয় টক ঝাল 
তাই, শেষ কথা বাংলাভাষায় বলে যাব ।


আচ্ছাদন 
 
সুগন্ধে মাতোয়ারা তোমাদের রান্নাঘর 
যতই আমোদিত করুক,
হিমশীতল তোমাদের বাহারি ঘরদোর 
যতই শরীর জুড়িয়ে দিক, 
পথে দাঁড়িয়ে ওই অর্ধ উলঙ্গ মানুষ 
রোদে পুড়ে জলে ভিজে ডাকছে দিনরাত, 
ছেড়ে ছুড়ে সব ,
তাঁর কাছে এখনই যেতে চাই ।
বহু কষ্টে সবার অজান্তে পকেটে জামার 
এনেছি বাসী রুটি গোটা দুই, 
আর মাথা ঢাকার আচ্ছাদন 
তাল পাতার ছই ।


বিন্দু বিন্দু 

শিকড় থেকে উপড়ে ফেলা চারাগাছ 
এখানে সেখানে নিতান্ত অবহেলায় 
খুঁজে যায় মাটির সন্ধান ।
মাটি যদিও পাওয়া গেল ,অভাব 
খাদ্য পানীয় আর নির্মল বাতাস ৷
প্রতিকূলতার মধ্যে বেড়ে ওঠা জীবন ,
বার বার আছড়ে পড়েছে প্রবল ঝড়,
মোচড় দিয়ে গেছে প্রত্যেক বার৷
স্থির লক্ষ্যে ছাড়েনি কখনও হাল ,
এক থেকে দুই চার আট অগুনন ,
ছোট মাঝারি বড় বীজ থেকে গাছ 
ডাল পালা মাথা নুইয়ে জানায় সেলাম। 


শেষ খেয়া 
                 
করোনা আক্রান্ত লক্ষাধিক 
ঘরে ঘরে মোমবাতি জ্বলুক 
থালা গেলাস ঘটি বাটি বাজুক 
আকাশ থেকে পুষ্প বৃষ্টি হোক ।

গোময় সেবন আর গোমুত্র পান
আত্ম নির্ভর হও নাগরিক।

 সিভিক নার্সের সেবায় 
পারের কড়ি ছাড়াই
শেষ খেয়া প্রস্তুত ।


আমফান

উড়োন চণ্ডী ভেঙে করি তছনছ 
মানি না নিয়ম মানি না সমাজ ।
উৎশৃঙখল সব ভেঙ্গে করি চুরমার 
ঘাম ঝরানো ইমারত ভরা সংসার ।

পুকুরেতে ডুব দেয় টুপ টুপ 
পশুর দল,জানোয়ার সব
ইহাদের জব্দ করিতে শব্দ 
জানে যে ললনা, কত যাদু ছলনা ।
বুড়ো ভামেদের রক্ত চুষিয়া তৃষ্ণা 
মেটাবো,আছে মনের সুপ্ত বাসনা ।

ধ্বংস খেলায় মত্ত রচিয়াছি মায়াজাল 
এ পথে বাধা দেবে,কোন হরিদাস পাল?


কথা কও

কথা বলছি না কেন ?
এখনো তো ঠোঁটে তালা পড়েনি ।
উদাত্ত কণ্ঠে কেন গাইছি না গান  ?
এখনো তো শিরদাঁড়া সোজা টানটান ।
হাওয়া পেলে জ্বলন্ত উনুন
লাফায় আগুনের জিভ ।
মূল ফটকের মুখ হাট 
নরকের সাথে হচ্ছে আলিঙ্গন ।
কথা বলছি না কেন  ?
এখনো মুক্ত শরীর দেহ মন ।
এখনও সময় কাড়েনি কেউ 
এখনো সত্যের হয়নি মরণ ।
কথা বলছি না কেন ?
সব যন্ত্র না শেষে বেঁচে যাবে জীবন। 

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

আরও পড়ুন

Post a Comment

0 Comments