জ্বলদর্চি

২০২১ নতুন বছর নতুন লেখা (গুচ্ছ কবিতা) /রাজীব ঘাঁটী

২০২১ নতুন বছর নতুন লেখা 
গুচ্ছ কবিতা 
রাজীব ঘাঁটী 

আগুন ছুঁয়েছি 

আগুন ছুঁয়েছি, আমার সময়কে আঁকড়ে ধরতে চেয়েছি আগুন সহবাসে। প্রতিটি স্ফুলিঙ্গ আমাকে উত্তাপ দিয়েছে, পোড়ায়নি।সঠিক অর্থে পুড়তেও ভয় নেই, তবে মুখোমুখি। 

সামনে এসে সবটুকু পেতে রাজি কষ্ট কিংবা সুখ। আগুন ছুঁয়েছি, বার বার ছুঁতে চাই 
বার বার অগ্নি শুদ্ধ হয়ে দিতে চাই শ্রেষ্ঠ সবটুকু 
আত্মশুদ্ধি হোক আগুন দিয়ে। ভয় কি? 

সেদিন সীতা ভয় পাই নি।  সত্য কে কেউ ই ভয় পাই না ভয় মিথ্যার জন্য।  আগুন সত্যকে পোড়ায় না, উজ্জ্বল করে।  ভরে দেয় আলো দিয়ে।  আলোয় ভরে দাও চারপাশ। 

পৃথিবী যুগ যুগ ধরে কত আগুন দেখেছে কত অহংকার পুড়েছে,মিথ্যা পুড়েছে আর আগুনের সিংহাসনে বসে জ্বলজ্বল করছে সূর্য।  কেননা সূর্য সত্য, সূর্য বিশ্বাস আলো আর আলো। 

আগুন ছুঁয়েছি,আগুন ছুঁতে হয়।সময়ের সাথে পুড়েই শুদ্ধ হয়েছি, আগুনের সাথেই সহবাস। 


আধুনিক

আকাশ নীলে নীল রয়েছে 
গাছ রয়েছে সবুজ
তবুও বলছি আধুনিক আজ
আমরা সব অবুঝ। 

জলের বিকল্প আজও নেই
বাতাসের শীতলতা
হারিয়েছে পৃথিবী জুড়ে আজ
মানুষের মানবতা। 

আধুনিক হয়েছি কেমনে আমরা
পোষাক আর শিক্ষায়
সংস্কারকে পিষে ফেলে আজ
কিসেরই অপেক্ষায়? 

ধর্ম বর্ণে ভেদাভেদ যখন
বৈষম্য আনে সমাজে
মনে হয় যেন সেই এক আছি
বদল শুধু কাগজে। 

আধুনিকতার নামে বিভাজন 
দূরত্ব বেড়েছে রোজ
পাশাপাশি থাকি তবুও ব্যবধান 
কোন সে আলোর খোঁজ। 

বদলে যাচ্ছে পৃথিবী রোজই
আধুনিকতার নামে
এ সব অভিশাপ মানব কর্মের
বাঁচবেনা কোন দামে। 


অন্য শরৎ

এ শরৎ অন্য কথা বলছে
সময়ের সাথে মাটি হারাচ্ছে শিকড়
না দেখা তারাগুলো ও আলো দেয়
অচেনা আগুনেওপুড়ে যায় অস্তিত্ব 
শিউলি আর কাজের বদান্যতায় আজ 
আগমনী, আজ শরৎ .. বর্ণহীন বিপর্যয় !

অদৃশ্যতাই এখন আতঙ্কের আবহ
জীবন্ত দুর্গার কথা আর জীবন কেড়ে
এক নতুন অধ্যায় লিখছি বারবার
এ শরৎ বড় বিরহের, বড় যন্ত্রনার 
এ শরৎ আমাদের বার্তা বয়ে আনে
হিমেল পরশের স্পর্শে


বর্ণহীন লিপিমালা

সম্পর্কের হলদেটে ভাব ক্রমশ সামনে আসছে
বিপরীতে বইছে বাতাস, সন্দিগ্ধ দৃষ্টি পথ শুধু খুঁজছে, আর যত অভাব শুধু আলোর...
ভুল সম্পর্কের ঠিক অবস্থান হয় না, জানি কি?

আবছায়া আলোতে যেটুকু নজরে পড়ে তাতেই
আমার অহংকার ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাই
সভ্যতা পৌঁছে যাচ্ছে শেষ সীমানায়, হয়তো এটাই শেষ সময়, আর সংশোধন হবে না জীবন

বলির পাঁঠা হয়ে দাঁড়িয়ে আছি কোনো চেনা ঈশ্বরের মুখাপেক্ষী হয়ে, অথচ জানিই না সে রক্ষক নয়, তবে প্রত্যক্ষ ভক্ষক ও নয় । তৃতীয়
পক্ষের লাভ সবসময়। নদী হয়ে যাচ্ছে জীবন

সম্পর্কগুলো বড়োই দুর্বল হয়ে পড়ছে, পথ
চিনতে পারি না আজকাল, মানুষ ও। সব সম্পর্কে চিড় ধরছে। স্যার বলতেন বন্ধু হয় না। ভাবতাম উনি ভুল, আজ কোথাও কোথাও মিলে যাচ্ছে কথাগুলো। 

সম্পর্ক গুলো এখন মরশুমি ফুলের মত নিজ ঋতুতেই সজীব, বন্ধুত্ব আজও উর্বরা জমির সন্ধানে।


গন্তব্যের কাছাকাছি

বদলে গেছে অনেক ,সময়ের সাথে চলেছি। ভাবনারা ঘিরে আছে জীবন জুড়ে।আজ আমি আড়াল হতে চাইছি।
কতদিন লুকাবো নিজেকে নিজের থেকে ! পারিনি ,পারিনা স্রোতের সাথে বয়ে যেতে। মন্দ ভালোর ফারাকেই সঠিক চিনি আর সঠিকের সাথেই গন্তব্য খুঁজে ফিরি প্রতিদিন। 

আমার এ যাপনে আমিই দোসর অহিনকুল সম্পর্কের সাথে প্রতিপক্ষের বন্ধু ভাব আমার ঠিকানা বলে দেয় !
আপন সত্তায় আমি উজ্জ্বল, চলতে থাকি নগর সভ্যতার চেনা পথ বেয়ে
সেখানেও গন্তব্য নেই। অক্ষরের সহাবস্থান আমাকে নিয়ে যায় গন্তব্যের কাছাকাছি।

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

আরও পড়ুন

Post a Comment

0 Comments