জ্বলদর্চি

২০২১ নতুন বছর নতুন লেখা (গুচ্ছ কবিতা) / সজল ঘোষ

২০২১ নতুন বছর নতুন লেখা 
গুচ্ছ কবিতা 
সজল ঘোষ

চুপ কথা

তুমি কি কোন রাগ করেছ বা করেছ কোন অভিমান ?
 তবে কেন শোনাও না সেই ব্যথা ভরা তোমার গান ।
তোমার গানের সঙ্গী ছিল আমার কথা আমার সুর -
গাইতে যখন আনমনেতে সন্ধ্যে কিংবা রাত দুপুর ;
 আমি ছিলেম তোমার শ্রোতা গায়ক ছিলে তুমি মোর 
ছন্দ-সুর বাজত প্রাণে  কেটে গেলেও গানের ঘোর ,
 এমনি করে মিলত হৃদয় তালে-সুরে-লয়ে মিশে
 সাজিয়ে নিতেম মনে মনে বসতে যখন পাশে ঘেঁষে ।
 ভাবছ তুমি , ভুলেই গেছি আগের সেই দিনগুলি
 আঁকি বসে স্বপ্ন চোখে   দিয়ে মনের রং তুলি ।
 নিজেকে আজ আড়াল কর জমিয়ে বুকে সব ব্যথা
 বিরহ টাও ডুকরে কাঁদে হয়তো ভাবে সেই কথা !
সময়টাও গড়িয়ে গেছে বদলে গেছে সবকিছু
 ফেলে আসা রঙিন বেলা ছেড়ে গেছে মোর পিছু ;
আমি শুধু ভেবেই গেলাম তোমায় নিয়ে রূপকথা -
বললে না তো লাগলো কেমন আমার লেখা চুপ কথা ?


 আশ্রয়

ভাঙ্গা মনের দেওয়াল গুলি 
   পলেস্তারা খসে ,
 নির্জনতায় বাঁধবে বাঁশা
     ধূলি-ধূসর বেশে ।
 মনের ওই দেওয়াল জুড়ে
    প্রাণের পরশ দিয়ে
 পারবে আবার রঙিন করে
   শিল্পীর তুলি ছুঁয়ে ।
 এমনি করে আসবে দেখো
  রাতের পরে ভোর
 থমকে যাওয়া জীবনটার ও
  খুলতে হবে দোর ;
 হয়ত আবার এমন কোন
   সময় যদি আসে !
 আজকে যেমন পাশে আছি 
  তেমনি থাকবো পাশে,
 চিন্তা শক্তি হারিয়ে ফেলো না
  ভাবনা রেখো জমে
 দুর্দিনে পাশে থাকতে হবে 
  ভালোবাসার নামে ।।


অনুভব

কেমন করে ভালো আছ তুমি 
লুকিয়ে রেখে তোমার চোখের জল ?
উজাড় করা ভালোবাসা দিয়ে-
 পেয়েছো তার কতটুকু ফল !
বৃদ্ধাশ্রমটা হয়তো বড্ড ছোট
 স্নেহের বারি তবু যেন ঝরে ;
হাতের স্পর্শ নাই বা থাকল মাথায় 
ক্ষমার পরশ দিল সে উজাড় করে ।
 হাঁটতে শেখা যে হাতটা ধরে
 ভরসা ছিল সেই হাতের উপর ,
 এখন শুধু প্রতিষ্ঠিতের মাঝে
  সম্পর্কগুলো হয়েছে আজ পর ।।


মন প্রিয়া

কেন তুমি বললে এসে
 আমায় এতো ভালোবাস
 মনের যত কথা নিয়ে
 কল্পনার ওই স্রোতে ভাস ।
রূপকথার সব গল্প বুনে
 চাতক পাখির মতো বসে 
তাকিয়ে থাক আমার পানে
 কি পাও তুমি কল্পদেশে !
 ভাবনাগুলো ভাবুক স্রোতে
 মিশিয়ে এত রঙিন করে
 ওড়াও কেন মন আকাশে
 লাটাই নিয়ে মনের ঘরে ;
জাদুকাঠির স্পর্শ ছুঁয়ে
 পক্ষীরাজের পিঠে চড়ে
 কেন তুমি খুঁজে ফের
 নীল দিগন্তের আকাশ-পারে ?
ধরা পড়েছ এতদিনে
 লুকিয়ে ছিলে যা কিছু সব 
বন্দি মনের দেওয়াল ছুঁয়ে 
গোপন করে সেই কলরব ।।


 ঈর্ষা

আমার গাথা ভালোবাসার মালা
 তোমার ছিল মিষ্টি অভিমান,
 সুরে আর ছন্দে মিলেমিশে
 অদৃশ্য ছিল মোদের টান ।
হিংসুটি মন ওদের চোখ দিয়ে 
ঈর্ষা ভরে দেখত যখন চেয়ে-
দেখত দুজন একই সুতোয় গাঁথা
 বিবাদ রেখা নেই তো ওদের ছেয়ে ,
 আমরা কেন মরি ঈর্ষা করে
 ওরা তো দিব্যি আছে বেশ ;
তবে কেন ওদের দেখে জ্বলি
 জ্বলেই তো আমরা হচ্ছি শেষ ।
 বরং মোরা এস ভালবেসে 
সেজে ফেলি ভালবাসার সাজে,
 হৃদয়টাকে ঈর্ষা শূন্য করে
 ছড়িয়ে দিই বিশ্ব লোকের মাঝে ।।

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

আরও পড়ুন

Post a Comment

0 Comments