জ্বলদর্চি

২০২১ নতুন বছর নতুন লেখা (গুচ্ছ কবিতা) / প্রতাপ সিংহ

২০২১ নতুন বছর নতুন লেখা 
গুচ্ছ কবিতা
প্রতাপ সিংহ

খুদকুঁড়ো

বাড়ির দু'পাশে আরো আরো বাড়ি 
ঘরের আড়ালে ঘর, 
জানালার শেষে স্রোতস্বিনীর
 কাশফুলে ঢাকা চর। 

চর ছুঁয়ে গেছে একটি আকাশ
 আলোর অন্বেষণে, 
রাত ঘনালেই তারা খসে পড়ে
 নৌকোর পাটাতনে। 

বাড়ির আড়ালে বিচিত্র গাছ
 গাছে গাছে শ্যামলতা,
 শাখা - প্রশাখায় একা জীবনের
   নির্জন কথকতা ! 

বাড়ির পিছনে অনন্ত মাঠ 
ইঁদারায় মরা জল, 
একা জীবনের পূর্ণ দু'হাতে 
খুদকুঁড়ো সম্বল।


মাটির পুতুল

কলার তুলে বলছো কথা কেন?
 তোমার মেজাজ তোমার কাছে রাখো 
আমি তোমার দাসি বা বাঁদি নই
 কথায় কথায় আমাকে চমকাবে ! 

 ছেঁদো কথার ধার ধারি না আর
আমি আছি আমার মতো একা 
খাই না তোমার, নিইনা তোমার কিছু, 
দেখতে দেখতে জীবন কেটে যাবে! 

আমি ছিলাম ব্যবহারের 'জিনিস'
 সেসব দিন তো কবেই কেটে গেছে, 
আমি এখন ছিবড়েটুকু শুধু 
ঘরের কোণে শুকনো ঝরাপাতা! 

আমাকে আর গাল দিও না তুমি
 আমিও জানি গালের শেষে গাল
 এখন যদি আমিও ফোঁস করি
কোথায় যাবে শ্রীমান বাছাধন? 

আমাকে আর চমকিও না সোনা 
হারতে হারতে আমি এখন কঠিন 
যখন তখন ভাঙবে পিষবে,
ধুলোয় ফেলে দেবে 

আমি তেমন মাটির পুতুল নই!


লেখার কথা হোক

এখনও কতকিছু লেখার আছে বাকি
 কাগজ ভরে গেছে, হয়নি তবু লেখা, 
অকূল শূন্যতা এখনো টান দেয় -- 
আড়ালে কত কথা, হয়নি সব শেখা!

 এখনও কত গাছ এখনো কত পাতা, 
বৃষ্টিভেজা মাটি, গভীর কালোজল,
 লিখতে লিখতে ফুরোলো রাতটুকু --
এখনও ফাঁকা হাত,বেদনা সম্বল !

এখনও জানাবার কত কী রয়ে গেল
 বলেছি মাঝেমাঝে হয়নি তবু শেষ,
 লেখায় কোনোদিন পারব বলতে কি --
আকাশ, নদনদী, দেশ ও মহাদেশ ! 

এখনও কতকিছু দেখার রয়ে গেল 
দেখিনি কোনোদিন তোমার মুখ চোখ,
 হঠাৎ জানালায় আকাশ নেমে এলো --
এখন সারাদিন লেখার কথা হোক।


সারাজীবন 

খানিকটা মন ঘরের ভিতর 
খানিকটা মন বাইরে 
আসতে যেতে কোথাও যেন 
সুবাস খুঁজে পাইরে।

কোথাও যেন মিল ছড়ানো 
কোথাও যেন ছন্দ, 
অন্ধকারে বুকের ভিতর 
ভালোবাসার গন্ধ। 

কোথাও যেন আনন্দ আর
কোথাও যেন কান্না,
সারাজীবন আলোয় কালোয়
ঝরছে হিরে পান্না! 


শিমুল বনে

ঘরের মধ্যে মন টেঁকে না
এই এখুনি বাইরে চলো,
চলতে চলতে সন্ধেবেলায় 
পথ হারাবার গল্প বলো!

আড়ালে আর থাকব কত,
মাঠ থেকে যাই আরেক মাঠে, 
চলো খানিক সওদা করি
রাত্রিবেলার বাজার হাটে। 

সঙ্গোপনের ভীষণ জ্বালা, 
চলো এবার দৃশ্যে আসি,
এই যে সূর্য অস্ত গেলেন 
এর পরেই তো চাঁদের হাসি। 

ঘরের মধ্যে হাঁফ ধরে যায়
আগুন লাফায় একলা মনে, 
এক্কাদোক্কা খেলব চলো
মাঠের শেষে শিমুল বনে!

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

আরও পড়ুন

Post a Comment

2 Comments

  1. সুন্দর লিখেছ প্রতাপ।অসাধারণ কবিতা।

    ReplyDelete
    Replies
    1. শুভেচ্ছা অন্তহীন দাদা।ভালো থাকুন।

      Delete