জ্বলদর্চি

২০২১ নতুন বছর নতুন লেখা (গুচ্ছ কবিতা) / সুব্রত চৌধুরী

২০২১ নতুন বছর নতুন লেখা 
গুচ্ছ কবিতা 
সুব্রত চৌধুরী


পিং পং ডিং ডং 

দাঁতে ব্যথা টন টন
          ঘোরে মাথা ভন ভন,
বায়ু  বহে শন শন
            খুশিতে মন চন চন।
ভিড়ে মানুষ গম গম
            মিষ্টি ভারি চম চম,
চড়তে মজা টম টম
             খাওয়া ভালো কম কম।
গীর্জার ঘন্টা  ঢং ঢং
            সংয়ের মুখে রং চং,
খোকা খেলে পিং পং
             কুস্তি লড়ে ডিং ডং।                                                  পিঠে কিলে ধুম ধুম
             রাতে জাগা ঘুম ঘুম,
বোমা ফাটে বুম বুম
              নাচে খুকু ঝুম ঝুম।
পাখি ডাকে পিউ পিউ
             পুষি ডাকে মিউ মিউ,
বাঁশি বাজে পিঁ পিঁ
              ইঁদুর ছানা চিঁ চিঁ।


ব্যাঙের সর্দি

ব্যাঙের নাকি সর্দি ভারি
হ্যাঁচো! হ্যাঁচো! হাঁচে,
 মাক্সে নেই যে মুখটি ঢাকা
কেমনে সবাই বাঁচে।
ভয়ে সবাই যায় পালিয়ে
ব্যাঙ হয়ে যায় একা,
ত্রিসীমানায় পাকিয়ে চোখ
পায়না কারো দেখা।
পথ্য দেবে, যত্ন নেবে
কে দিবে ভাই খাদ্য,
মনের কোনে  বাজে ব্যাঙের
ব্যথার করুন বাদ্য।
ঘ্যাঙর ঘ্যাঙর ডাকে যে ব্যাঙ
চোখ ভেসে যায় জলে,
মারন ব্যাধির জন্য জীবন
গেল রসাতলে।


মা-মাটি-দেশ

পালাবি কোথা বল?
মশাল হাতে আছে জেগে
ভুখা  নাঙ্গার দল।
আর যে পাবি না পার
কাস্তে হাতে কিষান ভাইরা
আর দেবে না ছার।
সব যে ফাঁকা বুলি
 আসছে ছুটে বাধা টুটে
ওই মজুর কুলি।
দিন বদলের ডাকে
বুকের রক্তে করবে রক্ষা
দেশ-মাটি-মাকে।

নতুন দিনের সুরে

ভোরের সূর্য রং ছড়ালো পূবের আকাশ রাঙা
নতুন বর্ষ জাগে হর্ষ মনটা হয় যে চাঙা।
ভোরের পাখি গাইছে সুরে নতুন দিনের গান
ক্ষেতে ক্ষেতে নতুন ফসল ডাকে খুশির বান।
নতুন ভোরের আলোয় খুকু আলতা রাঙা পায়
মনের খুশে যায় যে ভেসে ময়ূরপঙ্খি নায়।
নতুন দিনে খুশীর বীনে মন যে পাগলপারা
নববর্ষের খুশে সবাই হয় যে মাতোয়ারা।
নতুন বর্ষে বাজে ঘন্টা মজে সবাই পাঠে
নিকেল করা বিকেল বেলা খোকা ছোটে মাঠে।
নতুন দিনের ঊর্মি  ওঠে জীবন নামের নদে 
ভয়টা কাটে আলো ফোটে  ত্রস্ত জনপদে।
মনের সুখে ভ্রমর ওড়ে ফুলের রেনু মাখি
মারন ব্যাধি যাবে দূরে মলিন স্মৃতি রাখি।
নতুন বর্ষে ভ্যাকসিন আসে করোনা যাক দূরে
বিশ্ব জুড়ে মাতবে মানুষ নতুন দিনের সুরে।

হিমের খামে সন্ধ্যা নামে

হিমের খামে সন্ধ্যা নামে                                          আঁধার নামে ঝুপ,
ঠক ঠকা ঠক শীতের কাঁপন                                         সব হয়ে যায় চুপ।
 শিশির ঝরে টিনের চালে
টাপুর টুপুর ছন্দে,
বাড়ি বাড়ি রসের হাঁড়ি
মৌ মৌ পিঠার গন্ধে।
রোদের খামে সূর্য নামে                                                    দুর্বা ঘাসে চুম,
খিড়কি গলে রোদের তাপে                                        খুকুর ভাঙ্গে ঘুম।
ঝিরি ঝিরি কাঁপন হাওয়ায়                                        ঝরা পাতার গান,
নলেন গুড়ের মিষ্টি স্বাদে                                             ডাকে খুশির বান।

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

আরও পড়ুন 

Post a Comment

0 Comments