২০২১ নতুন বছর নতুন লেখা
গুচ্ছ কবিতা
অনিমেষ দত্ত
আমি জেগে থাকি সারারাত
কাঠের তক্তা দিয়ে তৈরি আয়ু খাট
মা আছে,বাবা আছে
থাক,যাপন করুক
আমিও থাকি সারারাত।
নিদ্রা আসে
আসতে সময় লাগে
দরকারি খাতা তুলে কাজ সেরে অপেক্ষা করো নিদ্রার
বনের কাছে যাও, পথের কাছে যাও,মায়ের কাছে যাও
বাবার কাছে যেও না।
মা দেখাবে আলো
আলোর স্মরণ নাও।
এসব শুনে মনে হয়
দায়ভার ডাকে,পাশ ফিরি না
অন্ধকার ডাকে,তবু পাশ ফিরি না
কাছে মা থাকে,বাবা থাকে
আমিও থাকি।জেগে থাকি সারারাত।
মত্ত লালসার ভিক্ষা পাত্র
অন্তরে পাক ধরেছে আজ
মত্ত লালসার ভিক্ষা পাত্র নিয়ে
তোমার চরণ দেখতে গিয়ে
প্রেমিকার চরণ খুঁজে পেয়েছি আজ
পর পর পার হয়ে যায় অনেকদিন
চোখের কোনে ঘন কালো নীলিমা
নির্ঘন্ট বাঁধা দূরত্বহীন নিদ্রার পর
ফুলের প্রতি সমান বিশ্বাস চলে যাবার আগে
বিষন্নে কাটায় শয্যার ওপর পা রেখেছে কথা।
রাত কেটে যাক,দিন আসুক
কষ্ট হোক মুখে-চোখে,তবু
প্রতিদিন আমি জন্মাতে পারিনি।
মারা যায় যারা রাতে,তারাই ভিক্ষাপাত্র হাতে
ভিক্ষুক সেজে স্বপ্ন কি তৈরি করে?
ইউক্যালিপটাসের রাঙা গন্ধ
নতুন নতুন পাতা গজিয়ে তৈরি হয়েছে নিকষ নীল বন
দূর থেকে গম্ভীর লাল
হয়তো কৃত্তিম, তবু
তা জল পেয়ে, বাতাস পেয়ে ধুঁকতে ধুঁকতে
তৈরি করছে জাল।বিস্তার তার প্রকৃতি জুড়ে
দূরে ঐ আঁধারের মতো লম্বা লম্বা ইউক্যালিপটাস
সমাজ যেখানে যায় না
সেইসব সমাজ নিয়ে অনেকটা পথ হেঁটে হেঁটে তৈরি হয় পরিচয়।
নাঁকে আসে গন্ধ,
রাঙা গন্ধ ইউক্যালিপটাসের।
আঁধার নামে পৌছে যাবার গন্তব্যে
অনেকে এগিয়ে যাবার প্রাণপন চেষ্টা করে
এগিয়ে যায় হাতে সময় নিয়ে।যদিও
সবাই গন্ধমাখা আঁচল ভুলে না ফেরার বাসনা নিয়ে পালিয়ে বেড়ায়।
বাড়ি তৈরি হয়নি পালের হাওয়া নেই
বাড়ি তৈরি হয়নি।
পালের হাওয়া নেই
হবার দায় নেই
জীবন জহুরি বলে,মানুষ তৈরি হবে সঙ্গে বাড়ি
যদিও হয়নি তা।অসময়ে মারা পড়েছে মাটির ইট,
সবুজ ঘাস,নীল বন।
তবুও পালের হাওয়া চেষ্টা করছে মাথা তুলে দাঁড়াবার
নিঃসঙ্গতা কাটাবার।
ঝিমিয়ে পড়া নিঃশেষিত আবির্ভাব নিয়ে
শতাব্দীর পর শতাব্দীর হাওয়া নিয়ে
শক্ত হাতে কাঁধে নিয়ে চলছে রাস্তা।
বাড়ি ফেরার রাস্তা নিয়েছি এই মাত্র
কবিতাপক্ষের প্রধান বন্ডে করেছেন সই
আমি স্বপ্ন কিনিনি,কিনেছি রাস্তা
রাস্তা পার করার দায় নেই।বাড়ি তৈরি হয়নি পালের হাওয়া নেই।
জোনাকিপোকার বাক্স
অন্ধকার রাস্তার কিছু দূরে টিমটিমে আলোর বাড়ি ঘর।ভরসা যাদের নেই,তাদের ভরসা তুমি কি যোগাবে?
খাদের কিনারে বসে আছি
অপেক্ষা করছে খাদ,নীচে নামব কখন
মনের মধ্যে শব্দ খেলা করে
আমি যা জানি তা খাদ জানে না
আস্তে আস্তে
নীলপদ্মের মতো সন্ধ্যে নামছে খাদের দক্ষিণে
আমি খাদ বরাবর হেঁটে চলেছি
নির্বাসন কাটানোর আগে তৈরি হচ্ছি নীচে নামবার
টিমটিম আলো আমার কাছে ক্রমশ বড় হচ্ছে
সম্পূর্ণ বড় হবার আগেই পৌছোতে হবে তার কাছে
বাতাসে জোনাকির আলো পথের পর পথ তৈরি করছে
সেই
অবগুণ্ঠিত টিমটিমে আলোর বাড়িকে লক্ষ্য নিয়ে
তৈরি করছি জোনাকিপোকার বাক্স।
জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇
আরও পড়ুন
0 Comments