জ্বলদর্চি

স্বপ্ন- শামিয়ানা / ঋত্বিক ত্রিপাঠী

১.
বরং অন্ধ হওয়া ভালো বরং 
বধিরতা দাও আরও গভীরতর 
অপমানের জ্বর ছড়িয়ে গেছে আ-শরীর 
নিজের সঙ্গে কথা হােক আরও

২.
এ সময় আগুন পাতন
ওই দূরে যেন কোনও এক সবুজ ওড়না
মেঘ রােদুর খেলা করে।
মেঘ, রােদুর বন্ধু ছিল! কবে!

৩.
মুক্তি তােমার স্বপ্নের শামিয়ানা 
ঘুমঘাের যারা জেগে থাকে সারাবেলা 
পথ চিনে নিয়ে পথে নেমে যাক তারা 
তবু আশা দেখা হবেই সন্ধেবেলা...

৪.
মিথ্যা এ আলাে শব্দ হাওয়ায় 
অনন্ত সমুদ্রও পিছিয়ে যাচ্ছে ক্রমশ 
তুমি কি তার কাছে গিয়ে বসবে 
আমি কিন্তু তােমার কথাই ভাবব এখন

৫.
তুমি যদি তিনদিনের বেশি বাইরে থাকো 
এ শহর তবে নিজের মধ্যে লুকিয়ে পড়ে 
দীর্ঘশ্বাসের রেখাতে পাখিদের রং বদল 
নদীর বাঁকে মনখারাপের মেঘ বৃষ্টিহীন

৬.
স্মৃতি উন্মােচন কিংবা পাললিক 
পাললিক কিংবা দুঃখপাত 
সম্ভব তােমার হাত পেলে 
আগুন হওয়ার কথা কিংবা জলজ শূককীট 
৭.
বীজ হয়ে দেখা দেবে কবে! 
আকাশে আজ যেমন আগুন ও জলপ্রপাত 
বীজের মধ্যে দেখেছি সেই প্রতাপ
সে বড় সুন্দর অথচ পতঙ্গ-মৃত্যুসম

৮.
এ সময় প্রেতসম শব্দেরা আমার চারিদিকে
নিভন্ত তারাদের তুমি কি বলে সান্ত্বনা দেবে!
স্নেহময় তোমার উপস্থিতি এই প্রাণহীন
জড়ভরতের কী কাজে লাগবে! 

৯.
স্ফুলিঙ্গ মনে রেখাে আমাকে 
লেলিহান মনে রেখাে আমাকে 
স্পর্শ মনে রেখাে আমাকে 
সংক্রামক মনে রেখাে আমাকে

১০.
কখনও সখনও মনে হয়
নীল স্বর্ণাভ আভা সারা আকাশ জুড়ে 
লুকিয়েছে হরিণ --তারই অনুসন্ধানে 
এক আর্ত ধ্রুবতারা চিরকাল ঋণী

১১.
পাখিদের দিনযাপনে জানা গেল 
আজই সে দিগন্ত পেরিয়েছে 
আজই প্রথম ভালবেসে, চাঁদ হয়ে 
নদী হয়ে মিশে গেছে আকাশে বাতাসে

১২.
মুখ চিনে নিক প্রতিমুখ
অথচ অনুরােধ এই: হে প্রতিমুখ
নির্লোভ নদীর প্রান্তে যে রােজ বসে
তার কাছে তােমার কী-ই বা প্রত্যাশা থাকে
১৩.
তুমি যদি হাওয়া হও তো এসো
শব্দ জন্মান্তর, নির্ভরশীল মেষপালক
তুমি যদি আগুন হও তো এসো
জাতিস্মর বকবকানি পূর্ণ দিবাস্বপ্ন

১৪.
ছায়াতে এসাে সঙ্গহীন সন্ধে 
মাঠের পারে এক সন্ধে-রাখালিয়া
এসাে পাতাঝরা এসে উদাস বাউল 
এসাে হারিয়ে যাওয়া মন, স্বপ্ন হাত

১৫.
সমস্ত না-লেখা কথা হোক প্রণত বিশ্বাস
আমি তার মধ্যে গিয়ে দাঁড়াব
মানুষ যেভাবে এবং যে কারণে 
দাঁড়াতে চায় নিজের মধ্যে

১৬.
আলাের পরে তারা
তারা হয়ে সন্ধেতে কারা 
আলাের পরে তারা
পথ চিনেছে যারা


১৭.
এই জন্ম মাতাল কন্যা, হা-হরি
এই জন্ম তোমার পায়ে মাথা, মরি
এই জন্ম গাছের কাছে যাওয়া 
এই জন্ম দাবানল ফিরে পাওয়া

১৮.
তোমাকে ভালোবাসি
গ্রিনরুমে ভিড় শূন্য জনপদ
তোমাকে ভালোবাসি 
উড়ে বেড়ানো সারাংশ গিলে খাওয়া
১৯.
প্রসারিত হাতে থাকে প্রজ্ঞা
প্রজ্ঞা জানে অগ্নিবাষ্প
বাষ্প মানে উধাও কোথাও 
উধাও! তবে তো রক্তরাগ


২০.
একশোকে একশো ভাগ করো
সে এক এক কথা
এককে এক এক ভাগ করো
সে আরেক কথা

২১.
নিভৃত এক যাপন ভাববো বলেই
তোমার পাশে বাঁধ বেঁধেছি 
এই দ্যাখো, এই হাতের যত স্বপ্ন
যত আলো লুকিয়েছি অন্য হাতে

২২.
সমস্ত সভা শেষ হলে
আমার কিছু কথা থাকে
অথচ শ্রোতাহীন সে সংসার 
নিরালম্ব হেঁটে যাই নদীর কাছে

২৩.
মাথা নিচুকরা সবচেয়ে কাছের জন
সে তো অনেক দূরের সন্ধ্যা-তারা
আমি তার হাত ধরে বেড়াব আজ
বলবো গভীরতর জমে থাকা কথা

২৪.
এবার থেকে পৃথিবীকেই ভালোবেসো
তোমার মতো করে
পৃথিবীর যেটুকু অংশে আমি
তাতেই আমার হবে
২৫.
আগুন মিশেছে যেখানে আগুন হয়ে 
বাতাসে বাতাস, নিঃস্ব যার নাম 
যেখানে সর্বশূন্য অন্ধকার 
সেখানে জন্মান্তরবাদ আমার


জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇


আরও পড়ুন 

Post a Comment

6 Comments

  1. ২৫টি আলোছায়ার চলৎছবি ।
    সুন্দর !!

    ReplyDelete
  2. ২৫টি আলোছায়ার চলৎছবি ।
    সুন্দর !!

    ReplyDelete
  3. অসাধারণ আর অনবদ্য ছাড়া কিবা আর বলি। শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।

    ReplyDelete
  4. খুব ভাল লাগলো। অনুভূতিগুলো ছুঁতে পারা যায়। বেশ কিছু স্পষ্ট কথা আছে। চার চার লাইন যথেষ্ট অনুরণন তোলে।

    ReplyDelete
  5. তথাগতDecember 09, 2022

    সুন্দর 😊

    ReplyDelete