জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ১২ ডিসেম্বর ২০২০

 ১২ ডিসেম্বর ২০২০

১) গুগল-এর বার্ষিক রিপোর্ট অনুযায়ী চলতি বছরে ভারতে ট্রেন্ডিং চার্টের শীর্ষে রয়েছে সুশান্ত সিং রাজপুত অভিনীত "দিল্ বেচারা" !
২) কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে জন্মদিন উদযাপন না করার সিদ্ধান্ত গ্রহণ করলেন প্রাক্তন জাতীয় ক্রিকেট তারকা যুবরাজ সিং! 
৩) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে ওড়িশা এফ সি এবং এফ সি গোয়া! 
৪) দূষণ রুখবে ই-সাইকেল! ভারতের বাজারে প্রথম ই-সাইকেল আনতে চলেছে মোটোভোল্ট সংস্থা, এক একটার দাম পড়বে ২৫ থেকে ৪০ হাজার টাকা! 
৫) ৫৯ বছর বয়সে কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কোরিয়ান চলচ্চিত্রের পুনর্জাগরণের কারিগর কিম কি দুক! 
৬) ২০১৭ সালে ইরানে সংঘটিত সরকারবিরোধী সহিংস আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে আজ ভোরে সেই দেশের বিখ্যাত সাংবাদিক ৪৭ বছর বয়স্ক রুহুল্লাহ জাম-কে ফাঁসিতে ঝোলানো হল! 
৭) চিন ছেড়ে ভারতের উত্তর প্রদেশে ৪,৮২৫ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে দক্ষিণ কোরিয়া-র Tech. Giant SAMSUNG! 
৮) দেশের নীতি আয়োগের সদস্য ভি কে পল্ জানিয়েছেন যে আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে দেশের প্রায় ৬০ কোটি মানুষের কাছে করোনা-ভ্যাকসিন পৌঁছে দেওয়া সম্ভব! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

স্ত্রী : একটু দেখ তো, কুট্ কুট্ করে আওয়াজ হচ্ছে কিসের? 
স্বামী : আওয়াজ হচ্ছে আমার  দাঁতের, ঠাণ্ডায় কাঁপছি যে! পুরো কম্বল তো নিজের দিকে টেনে নিয়েছ!

আজকের দিন 

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
কল্পনাতে খাচ্ছি বসে গরম চা, 
লিকারের রংটি কাঁচা করমচা। 
ব্যস্ত নখপালিশে
অর্ডার পাশবালিশের  --
এখন না। বাকি আছে ঘরমোছা ! 

২.
বৈশাখে সে হাপিত্যেশ বিশুদ্ধ বেকার। 
জৈষ্ঠ্যে কোভিদ এলো বানালো হকার। 
ব্যবসায় চৌখোশ হওয়া সস্তা না,
সাবান মুখোশসহ দস্তানা --
পৌষে পুঁজির ঘ্রাণে -- পাকা দোকানদার! 

আরও পড়ুন 
যে সময়টাতে মা যশোদা দেবী তাঁর পুত্র শ্রীগোপালকে প্রেমরজ্জু বন্ধনে বেঁধেছিলেন তা ছিল কার্তিক মাস। বৈষ্ণব ভক্তদের নিকট দামোদর মাস। 'দাম' কথার অর্থ দড়ি বা বন্ধনরজ্জু, আর 'উদর' কথার অর্থ কোমর বা পেট। বাৎসল্য রসের বশে আজও ভক্তপ্রাণ বাঙালী প্রভুর অমৃতময় লীলাকথা শ্রবণে সারা বৎসর তৎপর থাকেন। 
কলম ধরলেন ড. বিভাস মণ্ডল। ক্লিক করুন 👇

Post a Comment

0 Comments