জ্বলদর্চি

রাশিয়া আগামী বছর অলিম্পিক এবং ২০২২ সালে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করতে পারবে না!

রাশিয়া আগামী বছর অলিম্পিক এবং ২০২২ সালে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করতে পারবে না! 


১৮ ডিসেম্বর ২০২০

১) ডোপিং-এর বিরুদ্ধে সংঘটিত বিশ্ব ডোপবিরোধী সংস্থা "ওয়াডা" কর্তৃক প্রদত্ত শাস্তি অনুযায়ী রাশিয়া আগামী বছর অলিম্পিক এবং ২০২২ সালে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করতে পারবে না! 
২) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি নর্থ ইস্ট ইউনাইটেড এবং জামসেদপুর এফ সি! 
৩) ২০২০ সালে The best FIFA Men's player নির্বাচিত হলেন পোলিশ ফুটবলার রবার্ট লেওয়ানডস্কি! 
৪) বাংলাদেশের কুষ্টিয়া কুমারখালি উপজেলার কয়া গ্রামে কয়া মহাবিদ্যালয়ের উঠোনে প্রতিষ্ঠিত বিপ্লবী বাঘাযতীনের ভাস্কর্য ভাঙচুর করা হল! জ্বলদর্চি-র পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই! 
৫) Sensor Tower-এর সাম্প্রতিক এক সমীক্ষা মারফত জানা গেছে যে PUBG mobile ২০২০ সালে ভারতীয় মুদ্রায় মোট ১৯,১১৩ কোটি টাকা আয় করেছে! 

৬) VMC(Vidya Mandir Classes)-এর তরফ থেকে জানানো হয়েছে যে প্রতি বছরের মতো এবারেও তারা NAT(National Admission Test) পরিচালনা করতে চলেছে। 
৭) Board of Control for Cricket in India(BCCI)-এর সহ সভাপতি হতে চলেছেন প্রাক্তন আই পি এল চেয়ারম্যান রাজীব শুক্লা! 
৮) Mount Virtual Hospital-এর  সাম্প্রতিক এক তথ্য অনুযায়ী অন্ততঃ ৪৬ শতাংশ মানুষ এখন ডাক্তারের কাছে সরাসরি না গিয়ে ঘরে বসেই নিচ্ছেন Online Consultation! 
৯) ১১ দিন ধরে এক হাজার কিলোমিটার সাইকেলে অতিক্রম করে বিহার থেকে দিল্লির কৃষক আন্দোলনে সামিল হলেন সত্যদেব মাঝি! 
সেলাম, সত্যদেব! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

দাদু : হ্যাঁরে, পাপ্পু! আজ রাস্তায় আমাকে দেখে তোদের  হেডমাস্টার অজ্ঞান হয়ে গেল কেন রে? 
পাপ্পু : এক সপ্তাহ স্কুলে যাইনি! জিজ্ঞেস করতে স্যারকে বলেছিলাম যে দাদু মারা গেছেন!

আজকের দিন। 
আজ ১৮ ডিসেম্বর ২০২০

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
ঘাটে ঘাটে নটখট কাশীতে। 
বাঁশে-শ্বাসে ওঠবস বাঁশিতে। 
স্বার্থের দ্বন্দ্ব -- যায় যায় ! 
আর্তের ক্রন্দন -- হায় হায় ! 
ক্ষুরে ক্ষুরে খট খট ঝাঁসিতে ! 

২.
নিদ্রামগন গভীর রাত ঘড়ির কাঁটা টিক্ টিক্ ! 
ভোরের আজান সজাগ করে -- এখনো ঘুমে? ধিক, ধিক ! 
শিথিলতার চাদর ছুড়ে 
প্রীতিলতার আদর মুড়ে 
হয়ে ওঠার স্বপ্নে বাঁচো। ছড়াও আলো দিগ্বিদিক !!

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

Post a Comment

0 Comments