জ্বলদর্চি

Film Fare OTT Award-মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার পেলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী!

 "রাত আকেলি হ্যায়"-ছবিতে অভিনয়ের জন্য  Film Fare OTT Award-মঞ্চে  সেরা অভিনেতার পুরস্কার পেলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী! 
২২ ডিসেম্বর'২০২০

১) আমেরিকার লিজন অফ্ মেরিট(Legion of Merit)পুরস্কার অর্জন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! 
২) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে ওড়িশা এফ সি এবং নর্থ ইস্ট ইউনাইটেড! 
৩) আগামী বছর জুড়ে পালিত হবে নেতাজী-র ১২৫-তম জন্মজয়ন্তী, উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্র! 
৪) প্রয়াত টলিউডি চিত্রপরিচালক জগন্নাথ গুহ! 
৫) গত শনি ও রবিবারে একাডেমী-তে আয়োজিত হল "নান্দীকার"- এর ৩৭-তম বার্ষিক নাট্যউৎসব! 
৬) জানুয়ারি ও ফেব্রুয়ারি-তে CBSE-র কোনও বোর্ড পরীক্ষা নয়, ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল-এর !

৭) বণিকসভা "এসোচেম"-এর তথ্য অনুযায়ী কৃষক আন্দোলনের ফলে পাঞ্জাব-হরিয়ানা-হিমাচলপ্রদেশ-জম্মুকাশ্মীরের অর্থনীতিতে  দিনে গড়ে তিন থেকে সাড়ে তিন হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে! 
৮) "রাত আকেলি হ্যায়"-ছবিতে অভিনয়ের জন্য  Film Fare OTT Award-মঞ্চে  সেরা অভিনেতার পুরস্কার পেলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী! 
৯) প্রায় ৭০ বছর পর জাপান থেকে তাদের ক্যামেরা তৈরীর কারখানা বন্ধ করতে চলেছে ক্যামেরা প্রস্তুতকারক নিকন কোম্পানি, এইবার থেকে থাইল্যান্ড-এ ক্যামেরার যাবতীয় যন্ত্রাংশ তৈরী হবে। 
১০) "তেলেগু"-আমাদের রাজ্যের সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি পেল! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

শিক্ষক : পাপ্পু, বাগধারা লেখ ঠিক করে - "আহ্লাদে আটখানা!"
পাপ্পু : চোখের সামনে এক হাঁড়ি রসগোল্লা দেখে আহ্লাদে আটখানা খেয়ে ফেললাম!

শ্রীনিবাস রামানুজন।
২০১২ সাল থেকে প্রতি বছর ভারতে তাঁর জন্মদিন ২২-শে ডিসেম্বরকে 'জাতীয় গণিত দিবস' হিসাবে পালন করা হচ্ছে।


লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
শনি এলো বৃহস্পতির বাড়ি 
দৃশ্য দেখে চন্দ্র করে আড়ি! 
আকাশ গেলো রেগে
আদেশ দিলো মেঘে --
সন্ধ্যা পরুক কুয়াশা-পাড় শাড়ি। 

২.
শিউলি বানায় জ্বালন দিয়ে খেজুর গুড়। 
রসের হাঁড়ি গাছেই চুরি নসীব নিঠুর। 
পেছনে কে খোঁচায়? 
টান পড়ে মালকোঁচায়! 
নিচে তাকায় -- শিঙা ফোঁকে হাতির শুঁড়!

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

Post a Comment

1 Comments