জ্বলদর্চি

রাজ্যে আগামী বছরের জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাজ্যে আগামী বছরের জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

২৩ ডিসেম্বর ২০২০

১) কোচবিহারের বাণেশ্বর মন্দির "Archaeological Survey of India"-র তালিকায় স্থান পেতে চলেছে। 
২) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে জামসেদপুর এফ সি এবং এফ সি গোয়া! 
৩) দীর্ঘ ৯ মাস পর কঠোরভাবে বিধিনিষেধ মেনেই আজ থেকে খুলে গেল পুরী-র শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির! 
৪) করোনা-র পুনরায় ব্যাপক সংক্রমণের ফলে প্রতিবেশী রাষ্ট্র ভুটানে সাতদিনের জন্য কঠোরভাবে লকডাউন জারি হল। 
৫) করোনা-র নতুন প্রজাতির ভাইরাসের জন্য বন্ধ করা হচ্ছে সৌদি আরব, কুয়েত এবং ওমানের সীমান্ত! শুধু তাই নয়, বন্ধ করা হচ্ছে সবধরনের বাণিজ্যিক ফ্লাইট! 

৬) কলকাতার পিয়ারলেস হাসপাতালের পর রুশ ভ্যাকসিন Sputnik-V 'এর ট্রায়াল শুরু হবে কামারহাটি-র সাগর দত্ত মেডিকেল কলেজে! 
৭) আজ শান্তিনিকেতনের ছাতিমতলায় অনাড়ম্বর বাতাবরণে শুরু হল পৌষ উৎসব, তবে কোভিডের উৎপাতে এবারের পৌষমেলা স্থগিত রাখা হয়েছে। 
৮) F C Barcelona-র জার্সি গায়ে ২০০৪ সাল থেকে ৭৪৯ ম্যাচে ৬৪৪টি গোল করে কিংবদন্তী পেলে-র রেকর্ড ভাঙলেন লিওনেল মেসি! 
৯) রাজ্যে আগামী বছরের জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

আজকের দিন 
লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
ভাঙুক বিয়ে, যাবো না তোর ঘরে। 
রোজগারে তোর খাবো না জোর করে। 
আমায় ডাকে বুথ অফিসে 
সহায় থাকে ভূত ক'পিসে। 
থানাদারি করবে আমার সিভিক ভলেন্টরে। 

২.
মফসসলের লনটা যেন ভিয়েনা বা প্যারিস! 
শীতের রাতে মিতের সাথে আলো ঝলমল টেনিস! 
বিয়ে থা'র পরে 
সিঁদিয়ে যায় ঘরে! 
মাদাম টুসোর জাদুঘরে -- মডেল মেগাস্থেনিস!

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

Post a Comment

0 Comments