জ্বলদর্চি

২৬-তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব (৮ জানুয়ারি'২১ থেকে ১৫ জানুয়ারি'২১)!

২৬-তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব (৮ জানুয়ারি'২১ থেকে ১৫ জানুয়ারি'২১)!
৩০ ডিসেম্বর'২০২০

১) French Academy of Fine Arts-এর সংবাদ অনুযায়ী ৯৮ বছর বয়সে চলে গেলেন কিংবদন্তী ফরাসি ফ্যাশন ডিজাইনার Pierre Cardin!
২) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে হায়দরাবাদ এফ সি এবং এফ সি গোয়া! 
৩) করোনা-র জেরে ভার্চুয়াল উদ্বোধন হতে চলেছে ২৬-তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব (৮ জানুয়ারি'২১ থেকে ১৫ জানুয়ারি'২১)!

৪) করোনাভাইরাসের New Strain-এর উৎপাতে ৭ জানুয়ারি'২১ পর্যন্ত ব্রিটেনের সাথে বিমান পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার! 
৫) মারকিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের Digital Strategic Team-এর সিনিয়র সদস্য হিসেবে বেছে নেওয়া হল কাশ্মীরি বংশোদ্ভূত আয়েশা শাহ-কে! 
৬) সাইবেরিয়ার Novosibirsk(নোভোসিবির্স্ক) শহরের এই মূহুর্তে তাপমাত্রা "মাইনাস ৪৫ ডিগ্রী সেন্ট্রিগ্রেড"!
৭) কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরী Akash Missile এবার বিদেশে রফতানি করা হবে! 
৮) করোনাভাইরাসের জেরে মহারাষ্ট্র সরকার ৩১ জানুয়ারি'২১ পর্যন্ত লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করল। 
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

শিক্ষক : পাপ্পু, হাসপাতাল বলতে কি বুঝিস? 
পাপ্পু : পৃথিবী থেকে স্বর্গে যাওয়ার পথে যেখানে টোল ট্যাক্স দেওয়া হয়, তা'কেই হাসপাতাল বলে বুঝি!

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
কি রিয়াল থ্রিলার! 
সিরিয়াল - কিলার! 
এয়ারটেল - টাটা স্কাই
দ্যায় দখল আকাশটাই
মগজদূষণ - ডিলার! 

২.
ভোররাতে রাজপথে ভ্রমণের নিই স্বাদ! 
ব্যথাতুর মানুষের ঘুম নেই -- অবসাদ! 
সবজির পাইকার
সন্ধানী চোখ তার! 
ফেনাদুধ চা ছাড়া -- নেশাতুর বরবাদ!

আরও পড়ুন 
ফিরে দেখা ২০২০ স্বাগত ২০২১

Post a Comment

0 Comments