টেস্ট ব্যাটসম্যানগণের তালিকায় বছর শেষে শীর্ষ স্থানে কেন্ উইলিয়ামসন!
৩১ ডিসেম্বর'২০২০
১) Central Board of Direct Taxes(CBDT)-এর তরফে জানানো হয়েছে যে ২০১৯-'২০ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে একুশের ১০ জানুয়ারি পর্যন্ত! তথ্য অনুযায়ী ২৯ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে ৪.৪৫ কোটি টাকা আয়কর জমা পড়েছে!
২) প্রাথমিক শিক্ষা সংসদের তথ্য অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি বেলা ১টায় টেট্ নেওয়া হবে, সময় আড়াই ঘন্টা এবং ফুল মার্কস ১৫০ !
৩) করোনা-র জেরে স্থগিত রাখা হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের অষ্ট্রেলিয়া সফর!
৪) টেস্ট ব্যাটসম্যানগণের তালিকায় বছর শেষে শীর্ষ স্থানে থাকলেন নিউজিল্যান্ড-এর অধিনায়ক কেন্ উইলিয়ামসন!
৫) টোল প্লাজা অতিক্রমের জন্য এখনই বাধ্যতামূলক হচ্ছে না FASTag. ১লা জানুয়ারি থেকে নয়, ১৫ ফেব্রুয়ারি থেকে বাধ্যতামূলক করা হবে FASTag.
৬) CBSE-র দশম ও দ্বাদশের লিখিত পরীক্ষা একুশের ৪ মে থেকে ১০ জুন পর্যন্ত হবে! প্রাক্টিকাল পরীক্ষা ১ মার্চ থেকে শুরু হবে! ফল প্রকাশিত হবে ১৫ জুলাই-এর মধ্যে! অনলাইনে নয়, পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে।
৭) ২০২৩ সালে জাপান মহাকাশে "পরিবেশ-বান্ধব" কাঠের উপগ্রহ পাঠাতে চলেছে।
৮) ব্রিটেনের ব্রিস্টলে নিলামে উঠতে চলেছে মহাত্মা গান্ধীর ব্যবহৃত ১টি ধাতব বাটি, ২টি কাঠের চামচ এবং ১টি কাঠের কাঁটা!
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
আজকের দিন
লিমেরিক
বিনোদ মন্ডল
১.
লাবণ্য ঘরে ছিল এক কবির।
বর্তমান পাত্তা দেয়নি ; কিন্তু ভবীর --
নিত্য পূজা পান।
বিত্ত সুধা পান --
নেই কপালে। চিত্ত মহাস্থবির।
২.
ফুরিয়ে আসে কলমের কালি
আয়ু যেন ঊর্মিমালার বালি।
সাঙ্গ কাঁদা হাসা
রাগ ও ভালোবাসা
২০২০ বলে -- বিদায় গেরস্থালী।
0 Comments