জ্বলদর্চি

৭ ডিসেম্বর ২০২০


Today is the 7th December, 2020
আজকের দিন 
বাংলায় --২১ অগ্রহায়ণ সোমবার ১৪২৭


আজ, সশস্ত্র বাহিনীর পতাকা দিবস। যারা দেশের সম্মান রক্ষায় সিয়াচেন থেকে কচ্ছ, অরুণাচল প্রদেশের দুর্গম জঙ্গল সীমান্ত থেকে সাগর সর্বত্র জল- স্থল-অন্তরীক্ষে তাঁদের জীবন উৎসর্গ করে শহীদ হয়েছেন তাঁদের স্মরণে ১৯৪৯ সালে থেকে প্রতিবছর আজকের দিনটি উদযাপন  করা হয়।

আজ, বাঙালি বিপ্লবী বাঘা যতীনের জন্মদিন। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় শৈশব থেকেই শারীরিক শক্তির জন্য বিখ্যাত ছিলেন। শুধুমাত্র একটি ছোরা নিয়ে তিনি একাই একটি বাঘকে হত্যা করতে সক্ষম হন বলে তার নাম হয়ে যায় বাঘা যতীন। ইনি ছিলেন বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তর দলের প্রধান নেতা। অচিরেই তিনি একজন আন্তরিক, সৎ, অনুগত এবং পরিশ্রমী কর্মচারী হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেন। একই সঙ্গে তাঁর  মধ্যে দৃঢ় আত্মমর্যাদা ও জাতীয়তাবোধ জন্মেছিল। তাঁর নেতৃত্বে বুড়িবালামের যুদ্ধ তো ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়।

আজ,বাঙালি সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের জন্মদিন। শঙ্কর নামে সমধিক পরিচিত। পেশায় ইঞ্জিনিয়ার, নেশায় লেখক। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল চৌরঙ্গী, সীমাবদ্ধ এবং জন অরণ্য ইত্যাদি।  তাঁর লেখা বই নিয়ে চলচ্চিত্রও নির্মিত হয়েছে। সীমাবদ্ধ ও জনঅরণ্য উপন্যাস দুটি নিয়ে সত্যজিৎ রায় চলচ্চিত্র তৈরি করেন।

আজ, মার্কিন ভাষাবিজ্ঞানী নোয়াম চমস্কির জন্মদিন। পূর্ণনাম আভ্রাম নোয়াম চম্‌স্কি( Avram Noam Chomsky)। একজন মার্কিন তাত্ত্বিক ভাষাবিজ্ঞানী, শিক্ষাবিদ, দার্শনিক ও সমাজ সমালোচক। তাঁর মতে প্রতিটি মানব শিশু জন্মের সময়েই যেকোনও ভাষা অর্জন করার ক্ষমতার মূল উৎপাদনশীল নিয়মগুলি নিয়ে জন্মগ্রহণ করে।
আজ, অস্ট্রেলিয় অভিনেত্রী এমিলি ব্রাউনিং-এর 
জন্মদিন। পুরো নাম এমিলি জেন ব্রাউনিং ( Emily Jane Browning)।  একজন অস্ট্রেলিয়ান চলচ্চিত্র অভিনেত্রী, গায়ক এবং মডেল। অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে ১৯৮৮ দ্যা ইকো অব থান্ডার হলমার্ক চ্যানেল চলচ্চিত্রের মাধ্যমে। লিমনি স্নাইকেট'স অ্যা সিরিজ অব আনফরচুনেট ইভেন্টস চলচ্চিত্রে ভায়োলেট বদলেয়ার নামক যুগান্তকারী চরিত্রে অভিনয়ের জন্যে ২০০৫ সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্যে এএফআই আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা।

আজু, রুব গোল্ডবার্গ-এর প্রয়াণ দিবস। পুরো নাম 
রুবেন গ্যারেট লুসিয়াস গোল্ডবার্গ (Reuben Garrett Lucius Goldberg )। ইনি ছিলেন একজন আমেরিকান কার্টুনিস্ট, স্থপতি, লেখক, প্রকৌশলী ও আবিষ্কারক। তিনি সবচেয়ে বেশি পরিচিত জটিল যন্ত্রপাতির নকশা নিয়ে আঁকা জনপ্রিয় কার্টুনগুলোর জন্য। তিনি তাঁর কার্টুনে এইসব যন্ত্র দিয়ে সোজা, সরল কাজকর্ম কতটা প্যাঁচালো উপায়ে করা যায় তা দেখিয়েছেন। রাজনৈতিক কার্টুনিং এর জন্য ১৯৪৮ সালে পুলিৎজার পুরস্কারে সম্মানিত হন।

১৮৫৬ সালে আজকের দিনে রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাড়িতে ঈশ্বরচন্দ্র  বিদ্যাসাগরের উপস্থিতিতে প্রথম বিধবা বিবাহের অনুষ্ঠান  সম্পন্ন হয়।

১৮৭২ সালে আজকের দিনে বাংলায় প্রথম নাট্যশালা ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয়। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রথম অভিনীত হয়।

মনীষী উবাচ :

ভাঙনের যিনি দেবতা তিনি সব সময় বড়ো পথ দিয়ে চলাচল করেন না।(রবীন্দ্রনাথ ঠাকুর)
-----------------------------------------------
সংকলক - রূম্পা প্রতিহার 
-----------------------------------------------
জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇


আরও পড়ুন 


Post a Comment

0 Comments