ছোটোবেলা বিশেষ সংখ্যা -১৮

বিশেষ ছোটোবেলা সংখ্যা -১৮ ছোট্ট বন্ধুরা, যে ভালো ছেলে হয়ে চুপটি করে স্কুলের বেঞ্চে বসে থাকে, তার কি তাবলে মাঝে মাঝে বটের ঝুরি ধরে, প্যান্ডেলের ম্যারাপ বাঁধা হলে বাঁশ ধরে ঝুলতে ইচ্ছে হয় না? হয় বই কি। এই যেমন ১৮ তম ছোটোবেলা সংখ্যায় সর্বাণী বন্দ্যোপাধ্যায়ের গল্পের চরিত্র আদির 'ভাই' হতে ইচ্ছে হয়েছিল। বহ্নিশিখা ঘটকের গল্পের চরিত্র অর্কের গভীর জলে ভয় থাকলেও বড়ো সাঁতারু হবার ইচ্ছার কথা বলেছিল। ভজন দত্তের গল্পের পিসি চরিত্রটির বড়ো লোক হবার ইচ্ছা ছিল বলেই না সে ইচ্ছা পূরণ হল। মুক্তি দাশের গল্পের চরিত্র আর্যের বীর হবার ইচ্ছা হয়েছিল অনলাইন ক্লাসের বন্ধুদের সামনে। শুধু বড়োদের গল্পের চরিত্রদেরই নয়, সত্যি সত্যি এই সংখ্যায় খুদে গল্পকার শ্রীপর্ণা আর খুদে নাট্যশিল্পী অমর্ষি হয়েছে চিত্রশিল্পী, খুদে গায়িকা বৈভবী হয়েছে গল্পকার। কি ইচ্ছেপূরণ হল কিনা! এবারের প্রচ্ছদের ফটোগ্রাফটি উপহার দেবার জন্য ঋপণ আর্যকে ও আমন্ত্রিত সকল গল্পকারদের অসংখ্য ধন্যবাদ। প্রচ্ছদের শিশুটির হাসিটি ছড়িয়ে পড়ুক সমস্ত খুদে বন্ধুদের অন্তরে।৷ - মৌসুমী ঘোষ। দাদা ও ভাই সর্বাণী বন্দ্যোপাধ্যায় ঘুম থেকে উঠে দাঁত মাজার আগেই