জ্বলদর্চি

২০২১ নতুন বছর নতুন লেখা(গুচ্ছ কবিতা)/শ্যামলকান্তি দাশ

২০২১ নতুন বছর নতুন লেখা
গুচ্ছ কবিতা
শ্যামলকান্তি দাশ


প্রতিবাদ

প্রতিবাদ আমিও লিখেছি 
ভেঙেছি যতটা, ঠিক ততটাই
গুঁড়িয়ে দিয়েছি, 
গলা ফুলিয়েছি আর 
ক্যা ক্যা ছি ছি আমিও বলেছি,
প্রতিবাদে দেশকাল ভরা...
কিন্তু মজা কী জানো, সন্দেহ ---
প্রতিবাদ আমাকে তোমার মতো
ভালো মনে সঙ্গে নেয়নি! 


তোমার সঙ্গম মানে

তোমার সঙ্গম মানে হয়তো-বা আবার কুকুর 
তোমার সঙ্গম মানে নানাবিধ প্রতিবন্ধে ভরা 
তোমার সঙ্গম মানে প্রণালীর মাথামুণ্ডু নাই
তোমার সঙ্গম মানে অনিশ্চিত হাসিখুশিটুকু 
তোমার সঙ্গম মানে... এটুকু বোঝাতে কোনো 
      ভূমিকা লাগে না!


জাহাজ

তারাভর্তি দূরের জাহাজে চাপিয়ে 
তোমাকে নিয়ে যাচ্ছি 
একটা অচেনা বন্দরে। 
উত্তাল সমুদ্রে কতরকম ভয় ---
ঝড়ের ভয়, তিমিঙ্গিলের ভয়,
হিমশৈলের ভয়, 
তা ছাড়া ঢেউয়ের দোলায় জাহাজ 
উঠছে নামছে। 
সব ভয় সরিয়ে রেখে, লক্ষ্মী মেয়ে,
সাহস করে ঢেউ গোনো,
আকাশ গোনো, 
বজ্রের সংকেত গোনো, আর 
আমাকে একটা ভালোমতন 
শুকতারা পেড়ে দাও।

কার্তিক মাসের তৃতীয় শুক্রবার 
হাসতে হাসতে 
জাহাজ ঠিক বন্দরে পৌঁছে যাবে।


গুপ্তহত্যা

শেষ হয়েছে গুপ্তহত্যা 

চাদরে মুখ ঢাকা দিয়ে 
বাড়ি ফিরে এলাম 

ওই পুলিশ, ওই পুলিশ...

তুমি আমাকে এবার 
নেবে কিনা বলো

নইলে আবার আমি
হত্যার পিছনে পিছনে দৌড়ব

পিছল রাস্তা
তুমি আমার অস্ত্র চিনতেই ভুলে যাবে! 


তুমি আসছ

তুমি আসছ পেছনের রাস্তা দিয়ে
অপেক্ষায় আছি। 

সামনের রাস্তায় জোড়াফুলে পদ্মফুলে
তীব্র বচসা 
ভাঙচুর 
ছেঁড়াছেঁড়ি 
এলাকা দখল 

পেছনের রাস্তায় 
দুটি - একটি বাইক সাইকেল
বাড়িঘর থমকে আছে 
পাতা খসছে হলুদ হলুদ 

ওই তো আসছ তুমি
ওই...ওই... এসে গেছ, 
আতপ্ত ফাল্গুন মাস 
কী খাবে বলো তো,
ঠান্ডা না গরম?

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇


আরও পড়ুন 

Post a Comment

0 Comments