অ্যানাই মিরাবিলিস' ― পদার্থবিজ্ঞানী আইজাক নিউটন এবং একটি আপেল /পূর্ণচন্দ্র ভূঞ্যা

বিজ্ঞানের অন্তরালে বিজ্ঞানী ।। পর্ব ― ১৮ 'অ্যানাই মিরাবিলিস' ― পদার্থবিজ্ঞানী আইজাক নিউটন এবং একটি আপেল পূর্ণচন্দ্র ভূঞ্যা 'কয়েক বছর আগে [ক্যালকুলাসের] কিছু থিওরেম-সংবলিত একটি পাণ্ডুলিপি আমি একজনকে ধার দিয়েছিলাম; তা থেকে বেশ কিছু জিনিস টুকে নেওয়া হয়েছে। তাই এবার আমি সবটা প্রকাশ করলাম।' টুকে নেওয়া হয়েছে? এ যে মারাত্মক অভিযোগ, টুকলির! এমন বিতর্কিত মন্তব্য বিশ্ববিশ্রুত এক বৈজ্ঞানিকের। তিনি মূলত পদার্থবিজ্ঞানী। নাম আইজাক নিউটন। ১৭০৪ খ্রিস্টাব্দে তিনি রীতিমতো প্রতিষ্ঠিত এবং প্রভাবশালী। বিশ্বজুড়ে তাঁর খ্যাতি। লন্ডন সফরে এলে দেশ-বিদেশের রাষ্ট্রনায়কেরা পর্যন্ত তাঁর সাক্ষাৎপ্রার্থী হতে চাইতেন। এতটাই তাঁর ক্রেজ, ব্যক্তিত্ব। ওই একই বছরে তিনি প্রকাশ করলেন আলোকবিদ্যা সম্পর্কে তাঁর বই 'অপটিকস্'। তাঁর নিজের গবেষণা-সংবলিত এ হেন বইয়ের শেষ ছত্রে এমন গুরুতর অভিযোগ করে বসলেন তিনি। অভিযোগের তীর আরেক বৈজ্ঞানিকের দিকে। তিনি ক্যালকুলাসের আরেক আবিষ্কারক গটফ্রিয়েড উইলহেল্ম ভন লিবনিৎজ (১৬৪৬―১৭১৬)। জাতে জার্মান। দর্শন আর গণিতের কিংবদন্তি পুরুষ। নিউটনের তুলনায় চার বছরের ছোট। কোন পাণ্ডুলিপ