মে দিবস শপথ নেওয়ার দিন/সন্দীপ কাঞ্জিলাল

মে দিবস শপথ নেওয়ার দিন সন্দীপ কাঞ্জিলাল সোভিয়েত রাশিয়া পতনের পর নানা মহলে সেই ঘটনার অবমূল্যায়ন যতই হোক না কেন, তবু তার যুগান্তকারী মহিমা যারা অস্বীকার করে তাদের মূর্খ বলা ছাড়া উপায় নেই। মাও জেদং একবার বলেছিলেন, "কখনো শ্রেণি সংঘাত ব্যাপারটাকে যেন ভুলে না যাওয়া হয়"( never forget the class struggle)। আর এই শ্রেণি সংঘাত থেকে জন্ম নেয় 'মে দিবস'। ইতিহাস তাঁর স্মৃতি থেকে যতটুকু বলে, তাতেই জেনেছি মানুষ যবে থেকে সমাজবদ্ধ জীব হল, তবে থেকে সমাজে চলে এসেছে শোষণ। মুষ্টিমেয় কিছু লোক সমাজপতি হিসেবে তৎপর থেকেছে, আর বাকি বৃহৎ অংশের জনগণ তাদের তাঁবেদারী করতে বাধ্য হয়েছে। জীবনের সব দিক থেকে তারা বঞ্চিত থেকেছে। আমি আপনি কিংবা সে, সবাই স্বপ্ন দেখি শোষণ-বঞ্চনা থেকে মুক্তি। কিন্তু তা নিছক কল্পনা। কিন্তু যেদিন কল্পনা থেকে মানুষ নেমে এলো রাস্তায়, তার নিজের স্বপ্নকে বাস্তবে রূপদান করতে, সেই দিনটির নাম 'মে দিবস'। সৃষ্টির আদি লগ্নে আদিম সমাজব্যবস্থা প্রচলিত ছিল। এই ব্যবস্থায় মানুষের ওপর মানুষের শোষণ ছিল না। যা পাওয়া যেত, তা সবাই মিলে ভাগ করে খেয়ে পরে বাঁচতো। সে