জ্বলদর্চি

পূর্বমেদিনীপুর জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের কথ্যভাষা/ বিমল মণ্ডল

Spoken language of the fishing community of East-Medinipur district / Bimal Mondal
পূর্বমেদিনীপুর জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের কথ্যভাষা
পর্ব-২৮

চতুর্থ অধ্যায় || বাক্যতত্ত্ব (Syntax) 

৭.২ প্রশ্নবোধক বাক্য:

এই জেলার মৎস্যজীবীদের কথ্যভাষায় প্রশ্নবোধক বাক্যের  ব্যবহার বহুল দেখা যায়।প্রশ্নবাচক হিসেবে  কাই,কুমা, কাইনু,কুনঠি,কে,কি,কেনি,ক্যামোন, কতবা প্রভৃতি সর্বনাম ক্রিয়ার পূর্বে  বসে,আবার কখনও  ক্রিয়ার পরে বসে।অনেক  সময় ক্রিয়াপদে অতিরিক্ত জোর দিয়ে উচ্চারণ  করে প্রশ্নবোধক বাক্যের ব্যবহার লক্ষ্য করা যায়।যেমন— 

৭.২.১. ক্রিয়ার পূর্বে প্রশ্নবোধক  বাক্যের ব্যবহার :

ক.মু বারকরিয়া কেনি হাঁসুটু?(মুখ বের করে কেন হাসছিস?)
খ.নউকা লিয়া কাই যাবি?( নৌকা  নিয়ে কোথায় যাবে?)
গ.তুই ছেলি লিয়া কতবা আসবু?(তুই ছাগল  নিয়ে  কখন আসবি?)
ঘ.তুমারমোনে  কতবা আইসোর?( তোমরা কখন  আসবে?)
ঞ.বাপো তুই কুনঠি যিবি?( বাপ তুই কোথায় যাবি?)
চ.এঠির শিয়ালর কি উপদ্রপ হউছি?( এখানে শিয়ালের কি উপদ্রব হচ্ছে?)
ছ.তনে কাইনু আইলু?( তোরা কোথা থেকে এলি?)
জ.তোর ভাতার অখঁ ক্যামন আছে?( তোর স্বামী  এখন কেমন আছে?)
ঝ.আইলু তো অখুঁই আবার কাই যাবু?( এলি তো এখুনি, আবার কোথায় যাবি?)
ঞ.আমানে অতবা কি করবা?( আমরা এখন কি করব?)
ট.অউ কথাটা কানে কইথুলু?( এ কথাটা কারা বলেছিলি?)
ঠ.তুই গোওয়া ফাটাউটু কিরকুম করিয়া?( তুই চেঁচাচ্ছিস  কেমন করে?)

৭.২.২.ক্রিয়ার পরে প্রশ্নবোধক বাক্যের ব্যবহার :

ক.তারুরদরে যাইথুলু কি?(তার ঘরে গিয়েছিলি কি?)
খ.তনে যাউরু কুমা?( তোরা যাবি কোথায়?)
গ.আমি আসবা কতবা?(আমি আসব কখন?)
ঘ.মাচ লিকি যিবু কুমা?( মাছ নিয়ে যাবি কোথায়?)
ঙ.নউকাটা ঘুরিয়া ঘুরিয়া যাটা কাই?( নৌকাটা ঘুরে ঘুরে যাচ্ছে কোথায়?)
চ.তন্নে আসবু কি?( তোরা আসবি কি?)
ছ.মাছের দাম বেবাক লিয়া যাউরু কি?( মাছের সব দাম নিয়ে যাবে কি?)
জ.তুমারমনে নউকায় যাবে কতবা?( তোমরা নৌকা যাবে কখন?)
ঝ.তনে আছু কুরকুম?(তোরা আছিস কেমন?)
ঞ.তান্নে নদীনু ঘুরিয়া আস্ সে কি?( তারা নদী থেকে ফিরে এসেছে কি?)
ট.তুই জাংলা দিয়া মু বার কথথুলু কেনি?( তুই জানালা দিয়ে মুখ বের করছিলি কেন?)

৭.২.৩.ক্রিয়ার উপর অতিরিক্ত ঝোঁক দিয়ে প্রশ্নবোধক বাক্য:

ক.তোরমোনে কওয়া  লিয়্যা পালিথুলু?(তোরা কলা নিয়ে পালিয়ে গিয়েছিলি?)
খ.তন্নে মাচ ধত্তে  যাবু?(তোরা মাছ ধরতে যাবি?)
গ.তুমি সউ কথাটা কহিল্লো তো?( তুমি সেই কথাটা বলেছিলে তো?)
ঘ.তুমার খুব যন্তরনা হউছি?(তোমার খুব যন্ত্রণা  হচ্ছে?)
ঙ.তুমানে যাওর?( তোমরা যাচ্ছ?)
চ.তারে নউকাটা ডুবিছে?(তারদের নৌকাটা ডুবেগেছে?)
ছ.সঁকাউ যাবু?(সকালে যাবি?)
জ.মাচ কুড়াইথুলু?(মাছ কুড়িয়েছিলি?)
ঝ.তান্নে আইজ যারে?(তারা আজ যাচ্ছে?)
ঞ.লোকগুয়ার ফটক তুলছু?(লোকগুলোর ফটো তুলেছিস?)
ট.ঘুমাইথুলু?(ঘুমিয়ে ছিলি?

৭.৩..আদেশ বা অনুজ্ঞা বাচক বাক্য:

৭.৩.১.বর্তমান কাল
ক.নউকাটা  ধরো।(নৌকা ধর।)
খ.এ কামটা করো।(এ কাজটা কর।)
গ.মুই গিয়া মাচ লিয়াইলি।(আমি গিয়ে মাছ আনলাম।) 
ঘ.চুপমারিয়া বুস।( চুপ করে বোস।)
ঙ.অখুনি মাচ ধোর।( এখুনি মাছ ধর।)
চ.তুই যাউরু।( তুই যাচ্ছিস।)
ছ.আমানকের সাথে চ।(আমাদের  সাথে চল।)

৭.৩.২.ভবিষ্যৎ  কাল:

ক.আমি নউকা লিয়া যাবা।(আমি নৌকা নিয়ে  যাব।)
খ.তন্নে কতবা যাবু।( তোরা কখন যাবি।)
গ.তিনদিন ধরিয়া  নউকায় রইবা।(তিনদিন  ধরে নৌকায় থাকব।)
ঘ.তোনে ঘুমি যা, অখুঁই পড়তে বুসবু।(তোরা ঘুমিয়ে যা, এখুনি পড়তে বসবি।)
ঙ.তুমার সাথর যিবা।(তোমার সাথে যাব।)
চ.ক সের মাচ লিয়াবো?(কত কেজি  মাছ নিয়ে যাবে?)

পূর্ব  জেলার মৎস্যজীবীদের কথ্যভাষায়  বর্তমান ও ভবিষ্যৎ কালে বাক্যে যে রূপ ব্যবহার  হয় তা চলিত বাংলার  থেকে এক স্বতন্ত্র  বিচিত্র রূপ চোখে পড়ে, যা উপরে উল্লিখিত বাক্যে সেই ব্যবহার  দেখানো  হল।

৭.৪.কার্যকারণাত্মক বাক্য:

ক.মোনে যখঁ  যাইথলি তখঁ তোনে চলিয়াস্সু।(আমরা যখন যাই তখন তোরা চলে এসেছিস।)
খ.যতবা আমি যাবা ততবা তুই রইবু।(যখন আমি যাব তখন  তুই থাকবি।)
গ.যানকের লিয়া আসস তানকের তুমি চিনো?(যাদের নিয়ে এসেছো তাদের তুমি চেনো?)
ঘ.যদি তোনে নউকা লিয়া আইসু তাহিলে আমি যাবো।( যদি তোরা নৌকা নিয়ে আসিস তাহলে আমি যাব।)
ঙ.আমি যতবা নউকা কিনবা ততবা খচ্চা করবা।(আমি যখন নৌকা  কিনবো তখন খরচ কিনবো।) 

৭.৫.বিস্ময়াদিবোধক বাক্য:

 ক.বাপ রে! মরিগেলি রে!( বাবা গো! মরলাম গো!)
খ.হায় রে! তুমার কি সরবোনাস হলা রে!(হায় রে! তোমার কি বিপদ হলো রে!)
গ.হায় হায়! মোর একি হেইলা!(হায় হায়! আমার একি হলো!)
ঘ.হায়! মোর  নউকারো মাজু গাঙেরো ডুবি গেলা!(হায়! আমার  নৌকা মাঝ সমুদ্রে ডুবে গেল!)
ঙ.ইস! এঠি আর আসবা নি!(ইস! এখানে আর আসবো  না!)

পূর্ব মেদিনীপুর  জেলার মৎস্যজীবীদের কথ্যভাষায় যে মান্যচলিত ভাষার মতো  বাক্যের গঠনগত দিক আলোচনা  করে বিশেষ বিশেষ পার্থক্যগুলি তুলে ধরার চেষ্টা করেছি।পরবর্তী পর্বে বাক্যের  বাকি অংশটুকু এই জেলার মৎস্যজীবীদের কথ্যভাষায় যে ব্যবহার  দেখা যায় তা তুলে ধরার চেষ্টা করবো।

জ্বলদর্চি পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments