জ্বলদর্চি

ভোট নয় কাঁদে গণতন্ত্র লাশে(শীতলকুচি- ২০২১)/গৌতম বাড়ই


ভোট নয় কাঁদে গণতন্ত্র লাশে
(শীতলকুচি- ২০২১)
গৌতম বাড়ই

ধিক্ ধিক্ গণতন্ত্র
ব্যালটে নয় 
হাতা খুন্তি বটি বোমা বারুদ বুলেটের আস্ফালন
রক্ত মাখে আমাদের লাশে
নেতা নেত্রীর কি বা যায় আসে? 
ওরা সম্পদশালী শুনি বিত্তবান
আমরা স্তূপীকৃত জঞ্জাল ভেদাভেদে
চরম লজ্জা!
ভাষণে মানুষের কথা নেই
নিজেদের কৌশলী আগুনের কথায়
লাশের পাহাড়ে চড়বে সাধারণ মানুষ
তোমাদের কী বা এসে যায়! 
কবি ছবিকার গায়ক নায়ক 
তথাকথিত পণ্ডিতজীব
আড়াল পেয়েছে আবার
টাটকা লাশে উহাদের এখন প্রাণ জাগে না
লগারিদম আর এ্যালজেবরা বহুত শিখেছে
জানে কখন ভেসে উঠতে হয়
শীতলকুচিতে ভোট কুচি- কুচি হল
বঙ্গ তোমার নিদারুণ এক লজ্জা

কারণ এখানে কেউ নিরপেক্ষ সত্যি কথা বলে না
যে লোকটি কিছুদিন আগেও ছিল জেলে
এখন ঘন্টা- ঘন্টা সামলায়
এক মুখ মাসে মাসে মুখ পাল্টায়
ও মুখের যোগ্যতা কী ওখানে বসবার?
যার কথা ঢাকা পড়ত ক্যানেস্তারায়
ধিক্ ধিক্ ধিক্
আমরা বিশ্বাস করিনা টিভি বন্ধ করে থাকি
উদাস কাঁদি ব্যালটের চরম সংকটে

সবজানি এটুকু বলি 
আমাদের কথা আমাদের বলতে দিন
অবাধ শান্তিপূর্ণ ভোট হবে 
শুধু আপনারা ব্যালটে- ভোটে মাথা ঘামাবেন না
বুলেট তো চিরকাল দিক ভুল করে 
বিচার তো চিরকাল দূর্বলের হয়
"নীরবে নিভৃতে কাঁদে"
ক্ষমতার ধান্দা  চিরকাল ভুলপথ দেখায়
আমাদের লাশ পড়ে থাকে রাস্তায়
শেষমেষ আমাদের লাশ পড়ে সস্তায়

মায়েদের কান্নাগুলো বাতাসের ভিড়ে
শীতলকুচিতে উড়বে খুব
মেগা- তরঙ্গে দেশ থেকে দেশান্তরে
একলক্ষ বিলিয়ন কথা গড়াবে 
সংবিধান নির্বাচন- কমিশন রাজ্য সরকার
প্রশাসন পুলিশ আর একটি অতি কিমাকার
ডায়নাসোরের মতন তদন্ত কমিশন 
কান্নার ধারা ততদিনে শুকিয়ে আসবে
কেউ হয়ত সরকার গড়বে
শীতলকুচির মা 
আর কী ভোট দেবে না? 

নামতে নামতে কোথায় চলেছি 
এখন কী আর গান গাওয়া যাবে 
---সকল দেশের সেরা?
এতকিছু জানে রাষ্ট্র এতকিছু গড়ে রাষ্ট্র
শুধু মানুষ মৃত্যুর অধিকার!
শীতলকুচিও একদিন খবর থেকে 
উধাও হবে হাওয়া হবে
কেউবা গড়বে দিল্লী 
আর কেউ বা গড়বে কলকাতা 
আর শীতলকুচির  ১২৬ নম্বর বুথে 
লেখা থাকবে এক রক্তাক্ত ইতিহাস 
এখানে গৃহযুদ্ধ হয়নি
এখানে প্রতিবেশী রাষ্ট্র হামলা করেনি
এখানে ভোট উৎসবে ক'জন ভারতীয় নাগরিকের
মৃত্যু হয়েছিল সাধারণ ভাবে
খুব সাধারণ ভাবে
বুলেট হিংসা দমন করে
শীতলকুচির গাছগুলো মাথানত করে আছে
এখন মৌন শীতলতা অন্ধকার
কারণ শ্মশান আঁকা হয়ে গিয়েছে

তারপর আরও চারদফা 
আমরা আকাশের দিকে তাকিয়ে 
চিরশান্তি কামনা করছি শুধু
ক্ষমতাবানরা নিজেদের মতন ঘুঁটি সাজাচ্ছে-------

আরও পড়ুন 

Post a Comment

0 Comments