জ্বলদর্চি

গুচ্ছ কবিতা/ ওয়াহিদা খাতুন

গুচ্ছ কবিতা 
ওয়াহিদা খাতুন
একটা মানুষ আমার চাই
    
একটা মানুষ আমার চাই,
তোমরা দেবে কিগো ভাই?
থাকবে সদা হাসিমুখে,
সময় দেবে সুখেদুঃখে ;
ও তার থাকবে না বড়াই!
 একটা মানুষ আমার চাই!!
তোমরা দেবে কিগো ভাই?

সে যে নয়কো মোটে অহংকারী, 
তাকে রাখবো ধরে মনের বাড়ি ;
ও যে সরল মুখের কথা দিয়ে,
আমার দুঃখগুলো শুষে নিয়ে;
 সোহাগ যতনে রাখবে পরাণ টাই!
তারেই আমি খুঁজে যে বেড়াই!
একটা মানুষ আমার চাই;
তোমরা দেবে কিগো ভাই?

যাহার মনটা হবে উদার আকাশ,
ওরে কথায় বইবে স্নেহের বাতাস, 
ও তাহার অন্তরে অন্তর মিশে,
আমি বিলীন হবো এক নিমেষে;
বলোনা তারে কোথায় গেলে পাই?
ওরে আমার একটা মানুষ চাই!!
বলোনা কেউ দেবে কিগো ভাই?


 মিছে মায়া
         
মিছে মায়ায় ডুবে বলো থাকবে কতদিন,
দম ফুরালে উঠবে বেজে চলে যাওয়ার বীণ;
এটা আমার ওটা আমার করো সারাক্ষণ,
তুমিও কী আদৌ তোমার ভেবে দেখো মন;
সময় থাকতে ঝেড়ে ফেলো পাপের বোঝা ঋণ!
দম ফুরালে উঠবে বেজে চলে যাওয়ার বীণ!!

টাকাকড়ি বাড়িগাড়ি এটা নয় জীবন,
ধোঁকায় ফেলে দিয়ো নাকো মিথ্যা প্রলোভন ;
যাদের এতো ভাবছো আপন তারাতো কেউ নয়,
দিনের মর্ম বুঝলে নাকো বয়ে যায় সময়;
রোজ হাসরের হিসাব বন্ধু বড়ো যে কঠিন! 
দম ফুরালে উঠবে বেজে চলে যাওয়ার বীণ!!


সমর্পণ (ভক্তিগীতি) 

সাধনা আরাধনা সব তুমি প্রভু  তোমাকে পূজি এই মনে,
আমি দিবস-রজনী খুঁজি তোমাকে রাখি সদা এই মননে,
এ পৃথিবীর বুকে দুঃখ যাতনাতে জ্বলে মরি প্রতিক্ষণে,
বিষাদে বিষিনু মরমে মরিনু পাশে থেকো মহারণে,
তুমি পথ বলে দাও আমায় নিশীথ স্বপনে থাকবো যখন শয়নে;
 সাধনা আরাধনা সব তুমি প্রভু তোমাকে পূজি এই মনে!!

হৃদয়ের গভীরে এ ভব সংসারে তোমাকে ভজি যতনে,
তোমাকে ছাড়া চাইনা কিছু আমি করুণা করো আমার জীবনে,
আমার কামনা বাসনা সকল যন্ত্রণা দিলাম তোমার চরণে, 
জ্ঞানের মশাল জ্বালিয়ে দিয়ে বুকে রেখো সমাদরে ভুবনে,
তোমারি ধ্যানে যোগীনী হয়ে থাকতে পারি যেন জাগরণে!
সাধনা আরাধনা সব তুমি প্রভু  তোমাকে পূজি এই মনে!!


গানঃ- পরগাছা

কে বলে পরগাছা ওহে দোদুল ফুল,
তুমিই রেখেছো ধরে প্রকৃতির কুল;
ওহে দোদুল ফুল!
ভালোবাসায় জড়িয়ে রাখো বড়ো শাখাকে;
শিশুর মতোই আগলে রাখে বৃক্ষ তোমাকে;
আমি তোমার মাঝে আনন্দে হয়েছি মশগুল!
ওহে দোদুল ফুল--
কে বলে পরগাছা ওহে দোদুল ফুল!!

নাইবা বসলো  প্রজাপতি,নাইবা গাইলো পাখি,
তোমার রূপের মাঝে আমার ডুবেছে দুই আঁখি ;
গাছের সাথে লতার প্রেমের এতো গভীরতা,
ঊষার আলো কেবল বোঝে তোমারি মর্মতা ;
রোজ সকালে যখন তুমি থাকো হেসে গাছে,
রবির কিরণ সোহাগ করে ছুটে এসে কাছে;
লতায়,পাতায় জড়িয়ে যেনো ঝুমকো কানের দুল!
ওহে দোদুল ফুল--
কে বলে পরগাছা ওহে দোদুল ফুল!!
আমি তোমার মাঝে আনন্দে হয়েছি মশগুল।
ওহে দোদুল ফুল।!


রিমিঝিমি বর্ষায়

রিমিঝিম বর্ষায়,
মেঘ যেন গর্জায়;
ওই দূরে আকাশে,
হিম ধরা বাতাসে;
সারাদিন ডেকে যায় !
রিমিঝিম বর্ষায়--!!

মেঘ ডাকে গুড়গুড়,
বুক করে দূরদূর,
ঢেউ খেলে দুই কূল,
ওই দোলে কাশফুল,
নদীর কিনারায় !
রিমিঝিম বর্ষায় !!

বিজলী চমকায়,
সুদূর নীলিমায়,
নীল পাহাড় চূড়ে;
কোন বহুদূরে ;
ময়ূর নেচে গায় !
রিমিঝিম বর্ষায় !!


বোধের ঘরে বাতি 

জলের উপর ঝকমকি আর 
   পানির তলে সমাপ্তি,
শ্বাসবায়ুতে করে কদল
   সাত ভাইয়ে দিনরাতি!!
দুজন মিলে সমান চলে
    সকাল,সন্ধ্যা,রাতে,
এক জনেতে তরল করে
   শক্তি জোগায় ভাতে,
ওরে পাগল, শক্তি জোগায় ভাতে;
ও তোর,উদরটারে  করিস পূজা 
    মিথ্যে মাতামাতি!!
জলের উপর ঝকমকি আর পানির তলে সমাপ্তি! 
শ্বাসবায়ুতে কদল করে সাত ভাইয়ে দিনরাতি!!

উনুন ভরিস জ্বালান দিয়ে  
     রান্না-ঘরের কোণে,
করছে রে দ্যাখ আরেকজন  
    পাক বসে আনমনে, 
ওরে,সে রাঁধে আপনমনে ;
ও তুই,যতোই করিস কড়ায়  খুন্তি 
     নিয়ে ঘাঁটাঘাঁটি!!
শ্বাসবায়ুতে  করে কদল সাত ভাইয়ে দিনরাতি! 

অন্ধকারে ছয় পোকাতে 
    ঝিঁঝিঁ করে ঘরে,
হল্লা শুনে ক্ষেপে গিয়ে 
    মাথায় আগুন চড়ে, 
ওরে, কেমন  মাথায় আগুন ধরে;
ও তুই,দ্যাখ না চেয়ে বোধের ঘরে 
  জ্বলে আলোর বাতি!!
জলের উপর ঝকমকি আর পানির তলে সমাপ্তি!
শ্বাসবায়ুতে কদল করে ভাইয়ে দিনরাতি!!

☘️

গানটি আধ্যাত্মিক চেতনায় লেখা। শ্বাসনালীতে সাত ভাইয়ে কদল করে =আমাদের শরীরের প্রধান সাতটি অংশ,যেকোনো একটি নষ্ট হলেই দেহের সমাপ্তি!দুজন মিলে সমান চলে=দুই চোখ!একজনেতে তরল করে=মুখ!
করছে রে দ্যাখ আরেকজন পাক=পৌষ্টিকতন্ত্র!যেটা না থাকলে যতোই ঘরভর্তি জ্বালান দিয়ে রান্না হোক,খাদ্য কোনোদিনই পাক হবেনা!
অন্ধকারে ছয় পোকাতে=ষড়রিপু,যার তাড়নায় আমরা ভুলের বশবর্তী হয়ে মাথায় আগুন ধরায়!
বোধের ঘরে=বিবেক /বুদ্ধির ঘরে,জ্বলে আলোর বাতি =জ্ঞানের আলো!এই জ্ঞান নামক আলোকেই আমাদের আঁকড়ে ধরা উচিত!যার দ্বারা সমাধান মেলে।

কবি পরিচিতি: ওয়াহিদা খাতুন, (Wahida Khatun),পিতা:সোয়ারাব হোসেন,মাতা:মর্জিনা বেগম,
 শিক্ষিকা-লেখিকা। মুর্শিদাবাদ,পশ্চিমবঙ্গ, ইংরেজিতে এম.এ, ইংরেজি ও বাংলায় দুটো ভাষায় আলাদাভাবে কবিতা, সনেট ও সংগীত লেখেন। সম্প্রতি তিনটি গ্রন্থ বেরুনোর জন্য প্রস্তুতি চলছে। বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি। 

জ্বলদর্চি পেজে লাইক দিন👇
আরও পড়ুন 

Post a Comment

0 Comments