জ্বলদর্চি

গুচ্ছ সনেট/ওয়াহিদা খাতুন

গুচ্ছ সনেট
ওয়াহিদা খাতুন
 


সনেট বহুগুণে মেথি

রক্তে ডায়াবেটিসের জন্য মিষ্টি বন্ধ,
থ্রি ইন ওয়ান রূপে খাও মেথি রোজ;
ইনসুলিন কমে কাটবে চোখে-অন্ধ,
তিক্ত মেথি শাক দ্বারা করে যেয়ো ভোজ;
হার্ট থাকবে বিন্দাস ভিজে খেলে জলে,
মহৌষধ সাপোনিস আছে মেথি রসে,
প্রত্যহ সকালে খেলে হাতেনাতে ফলে,
ডায়োজেনিন পদার্থ পাবে ঘরে বসে !

ফাইবার, আয়রন আছে নিয়াসিন ;
শরীরে হরমোন পরিমাণ বাড়ায়,
প্রোটিন,পটাসিয়াম ও সি ভিটামিন ; 
তারুণ্যকে ধরে রাখে বার্ধক্য তাড়ায়,

মাত্রাতিরিক্ত কিন্তু খাওয়া ভালো নয় !
অন্তঃসত্ত্বায়,ডায়রিয়া, অম্বলে ভয় !!


সনেট অন্ধবিশ্বাস

বিশ্বাস থাকা ভালো কিন্তু অন্ধত্ব নয়,
বৈচিত্র পৃথিবীতে বৈচিত্র মন আছে;
বিপাকীয়-গন্ধ সর্বত্র সেটাই ভয়,
অজ্ঞতায় ফাঁসবে কখন কার কাছে;
মনুষ্যমুখ-আড়ালে অমানুষ রূপ;
চক্রান্তের বেড়াজালে ধরবে যে ঠেসে,
বিড়ম্বনায় পড়ে শেষে হবে নিশ্চুপ ;
মিথ্যা মোহের বশে যাবে কখন ফেঁসে !

অন্তঃচক্ষু মেলে দেখো বোধবুদ্ধি দিয়ে,
নিঃশ্বাসেই বিশ্বাস নেই নিজের পরে;
ফাঁদে ফেলবে বন্ধুত্বের সুযোগ নিয়ে,
সর্বহারা হয়ে কাঁদবে জনম ভরে;

অন্ধত্ব ছেড়ে আত্মকে করো জাগরণ ! 
সেটাই সম্মান সেটাই তো আভরণ--!!


সনেট  মৌমাছি

এক লক্ষ আশি হাজার মৌ কুঠরিতে,
ষাট হাজার মৌমাছি সুখে বাস করে;
অমূল্য সুধা রানীর রয়্যাল জেলিতে;
প্রত্যহ দু-হাজার সে ডিম পাড়ে ঘরে;
ছয়বাহু ও ছয়কোণীর মধ্যে আরো
চারবাহু বিশিষ্ট তিনটি সাবকোণ ; 
বহিঃকোণ মিলে আঠারো গুনতে পারো ;
রানীকে মুগ্ধ করে সবাই সারাক্ষণ ! 

দু-মাইল উড়েই চলে কাঙ্ক্ষিত ফুলে;
ফুলের অবস্থা বুঝে তবে মধু নেয়,
পরাগায়নের ক্ষতি করে নাকো ভুলে ;
রানীর নির্দেশে মধু সংগ্রহ করে দেয়;

মৌচাক-কেন্দ্র করে কর্মীরা দেয় শ্রম !
 শৃঙ্খলিত জীবনযাপনে নেই ভ্রম !!


সনেট রোজা

খাদ্য ত্যাগ করে শুধু রোজা থাকা নয়;
বিশুদ্ধ চিত্তে সর্বদা নিষ্ঠাভাবে চলা,
জিহ্বাকে সংযত রেখে সত্যকথা বলা,
ঈর্ষান্বিত আত্মাতে কীভাবে রোজা হয়?
ষড়রিপু নিয়ন্ত্রণ আগে করো ভাই;
নামীদামী ভুরিভুজি ইফতার পার্টি,
ইতরামি না ছাড়িলে সবকিছু মাটি,
ব্যথিতকে ব্যথা দিলে স্রষ্টা তাতে নাই !

পানাহার ত্যাগে নয় সর্বত্যাগী হয়ে,
দুর্নীতি প্রতিরোধে  মুক্ত সমাজ  গড়ো;
কায়মনোবাক্যে তবেই নামাজ পড়ো;
রাহাজানি না করে চলো স্রষ্টার ভয়ে,

খাদ্যবস্তু ত্যাগে যদি হয়ে যেতো রোজা !
স্রষ্টাকে পাওয়াটা হতো খুবই সোজা !!


সনেট সর্বত্র বিষ

প্রকৃতির শুদ্ধ গর্ভে বিষের জ্বলন,
শীতল মৃত্তিকা হারিয়েছে সোঁদা গন্ধ;
খাদ্যদ্রব্যে ভেজাল অচিরে দৃষ্টি অন্ধ;
রাসায়নিক প্রয়োগ, বাড়াতে ফলন,
সংকর পদ্ধতিতে নিজস্বতা বিলীন ;
মানসিক রোগাক্রান্ত স্বাস্থ্যে নেই স্বস্তি,
কালক্রমে সঙ্কটে তাই চর্ম ও অস্থি, 
অকাল বার্ধক্যে সৌন্দর্যও হচ্ছে লীন।

বিশুদ্ধ অক্সিজেনের বড়োই অভাব ;
মুক্তমনে প্রাণ খুলে হাসবো কোথায়?
শঙ্কা জাগে কটূক্তির জ্বালা সর্বদায় ;
মনুষ্যত্বেও লেগেছে বিষাক্ত স্বভাব ;

ঈর্ষার নিঃশ্বাসে যেন পুড়ি অহর্নিশ 
বাঁচা দায় মানুষের বাক্যতেও বিষ !! 


সনেট জমজম কূপের ইতিহাস 

মক্কা-মসজিদুল হারামে অবস্থিত ;
পবিত্রতা ও বৈশিষ্ট্যে সর্বোৎকৃষ্ট জল,
স্রষ্টার কাছে হাজেরা(আঃ) ধৈর্যের ফল;
এর মাহাত্ম্য ওতপ্রোতভাবে জড়িত,
ইব্রাহিম (আঃ)মক্কার নির্জন প্রান্তরে, 
স্ত্রী ও শিশুপুত্র ইসমাইল (আঃ)নিয়ে,
এক মশক জল,কিছু খেজুর দিয়ে,
নির্বাসিত করেন ব্যথাতুর অন্তরে !  

তৃষ্ণার্ত সন্তানের ক্ষুধার তাড়নায়,
ব্যথিত মা সাফা ও মারওয়া পাহাড়ে;
জলের সন্ধানে দৌড় দেয় বারেবারে;
নিপতিত হলো মা চরম দুর্দশায়,

কূপ সৃষ্টি হলো স্রষ্টার নির্দেশনাতে !
খ্রিষ্টীয় পঞ্চম শতাব্দীর সূচনাতে !!


কবি পরিচিতি: ওয়াহিদা খাতুন, (Wahida Khatun),পিতা:সোয়ারাব হোসেন,মাতা:মর্জিনা বেগম,
 শিক্ষিকা-লেখিকা। মুর্শিদাবাদ,পশ্চিমবঙ্গ, ইংরেজিতে এম.এ, ইংরেজি ও বাংলায় দুটো ভাষায় আলাদাভাবে কবিতা, সনেট ও সংগীত লেখেন। সম্প্রতি তিনটি গ্রন্থ বেরুনোর জন্য প্রস্তুতি চলছে। বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি ।

আরও পড়ুন 

Post a Comment

1 Comments