জ্বলদর্চি

২ জুন ২০২১

Today is the 2nd June, 2021
আজকের দিন 
বাংলায়--১৮ জ্যৈষ্ঠ বুধবার ১৪২৮

রোমান্টিসিজম ঘরানার ইংরেজ সাহিত্যিক টমাস হার্ডি( Thomas Hardy) ১৮৪০ সালে আজকের দিনে জন্মেছিলেন। ওয়ার্ডসওয়ার্থ ও  ডিকেন্স এর দ্বারা অনুপ্রাণিত হয়েও তাঁর লেখায় তৎকালীন ক্ষয়িষ্ণু গ্রাম্য সমাজের দিকে বেশি দৃষ্টিপাত করেছিলেন। প্রথম উপন্যাসের নাম দ্যা পুওর ম্যান এন্ড দ্যা লেডি। অব দ্যা ডারবারভিলস,  ফার ফ্রম দ্যা ম্যডিং ক্রাউড, দ্যা মেয়র অব কাস্টারব্রিজ, জুড দ্যা অবসকিউর তাঁর জনপ্রিয় উপন্যাস।

  কিংবদন্তি বাচিক শিল্পী দেবদুলাল বন্দ্যোপাধ্যায় (২৫ জুন ১৯৩৪ - ২ জুন ২০১১) আকাশবাণীর সংবাদ পাঠক, ঘোষক ও আবৃত্তিকার তথা।বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রণবেশ সেনের লেখা 'সংবাদ পরিক্রমা' তাঁর ভাবগম্ভীর কণ্ঠে শোনার জন্য অপেক্ষা করে থাকত দুই বাংলার মানুষ। মুক্তিযোদ্ধাদের কাছে তা প্রেরণার কাজ করত।

  বাঙালি পদার্থবিজ্ঞানী দেবেন্দ্র মোহন বসু ছিলেন বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর ভাগনা।  মহাজাগতিক রশ্মি, পারমাণবিক ও নিউক্লিয়ার পদার্থবিদ্যার গবেষণায় তাঁর অবদান অপরিসীম। তিনিই প্রথম ফটোগ্রাফিক ইমালশন পদ্ধতিতে মেসনের এর ভর নির্ণয় করেছিলেন। তাঁর পদ্ধতি অনুরসণ করে মেসনের ভর নির্ণয়ের জন্য ১৯৫০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ব্রিটিশ বিজ্ঞানী সিসিল ফ্রাঙ্ক পাওয়েল (Cecil Frank Powell)।১৯৭৫ সালে আজকের দিনে দেবেন্দ্রমোহন প্রয়াত হয়েছিলেন।

  কিংবদন্তি বাচিক শিল্পী দেবদুলাল বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। ইনি আকাশবাণীর সংবাদ পাঠক, ঘোষক ও আবৃত্তিকার ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রণবেশ সেনের লেখা 'সংবাদ পরিক্রমা' তাঁর ভাবগম্ভীর কণ্ঠে শোনার জন্য অপেক্ষা করে থাকত দুই বাংলার মানুষ। মুক্তিযোদ্ধাদের কাছে তা প্রেরণার কাজ করত।

  সিনেমায় নামেন, অসাধারণ গানের গলার জন্য প্যারিসে গিয়ে সঙ্গীতশিক্ষার স্বপ্নও দেখেন, বয়সে ছোট এবং কাজিন প্রেমিককে জীবনসঙ্গী নির্বাচিত করতেও  পিছপা হন না ---একদিকে মেয়েদের নতুন জীবনের ইঙ্গিত, অন্য দিকে সত্যজিৎ-ঘরণীর পরিচিতিতেই জীবনের ফুলদানি সাজিয়ে নিয়ে  নিজেকে লুকিয়ে রাখতে পারাটাই বোধহয় বিজয়া রায়ের কাছে ছিল সবচেয়ে বড় শিল্প। সত্যজিতের বেশির ভাগ ছবির লোকেশন দেখা থেকে কস্টিউম ডিজাইনিং তাঁর হাত ধরে। বালক অপুকে খুঁজে বের করা কিংবা প্রথম স্ক্রিন টেস্টের জন্য ‘অপর্ণা’ শর্মিলা ঠাকুরকে সাজিয়ে দেওয়া সবই তাঁর সৌজন্যে।২০১৫ সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন।

  ভারতীয় চলচ্চিত্রের সেরা পথপ্রদর্শক রণবীর রাজ কাপুর ১৯৮৮ সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন।১৯৩৫ সালে মুক্তিপ্রাপ্ত ইনকিলাব চলচ্চিত্রে মাত্র দশ বছর বয়সে তিনি অভিনয় শুরু করেন। ১৯৪৭ সালে  নীল কমল চলচ্চিত্র থেকে তাঁর যথার্থ অভিনয় জীবন শুরু ।  ১৯৪৮ সালে মাত্র  চব্বিশ বছর বয়সে নিজস্ব স্টুডিও প্রতিষ্ঠিত করেন আর. কে. ফিল্মস নামে। ফলশ্রুতিতে ঐ সময়ের সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবে আবির্ভূত হন। পরিচালক ও অভিনেতা হিসেবে বরসাত চলচ্চিত্রে প্রথমবারের মতো সফল হন।

 জনপ্রিয় বাঙালি কথাশিল্পী, ঔপন্যাসিক আকবর হোসেন  ১৯৮১ সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন।সন্ধানী, শিক্ষা,দৈনিক আজাদ ও নবযুগ ইত্যাদি পত্র-পত্রিকায় লেখা প্রকাশের ভেতর দিয়ে তাঁর সাহিত্য প্রতিভার উন্মেষ ঘটে। তাঁর  প্রথম উপন্যাস অবাঞ্ছিত বিপুল পাঠকপ্রিয়তা লাভ করে। তাঁর বহুল জনপ্রিয় আরও কয়েকটি গ্রন্থ হলো কী পাইনি, ঢেউ জাগে, দু'দিনের খেলাঘরে, মোহমুক্তি ইত্যাদি।

  ভারতীয় চলচ্চিত্র পরিচালক গোপালরত্নম সুব্রামনিয়াম ১৯৫৬ সালে আজকের দিনে জন্মেছিলেন। পেশাদারভাবে ইনি মণি রত্নম নামেই  পরিচিত।এই চিত্রনাট্যকার এবং প্রযোজক  মূলত তামিল সিনেমায় কাজ করেন। ইনি ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে সম্মানিত হয়েছেন। জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা।
  ভারতীয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা ১৯৮৭ সালে আজকের দিনে জন্মেছিলেন। তিনি ২০১০ সালে দাবাং নামক হিন্দি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেন।এই সিনেমা সেই বছরের বলিউডের সর্বোচ্চ ব্যবসা সফল ছবির মর্যাদা লাভ করে। জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা।

মনীষী উবাচ :
অনুসন্ধিৎসু হও, নিরন্তর প্রশ্ন করো এবং সঙ্গে সঙ্গে কঠোর পরিশ্রম চাই। এরপরের সবকিছুই আপনা-আপনি  ঘটতে থাকবে।(এ.পি.জে. আবদুল কালাম)
------------------------------
সংকলক- রুম্পা প্রতিহার
------------------------------
জ্বলদর্চি পেজে লাইক দিন👇
আরও পড়ুন 

Post a Comment

0 Comments