জ্বলদর্চি

গুচ্ছ কবিতা/(উৎসব ১৪২৮)/ অরূপ গোস্বামী

গুচ্ছ কবিতা 
অরূপ গোস্বামী


আর লয়

আর লয় হিরোশিমা
নাগাসাকি আর লয়
লাখো লাখো মানুষের
জীবনের বাজি লয়
আর লয় লাশ গুনা
মাঠে ঘাটে পাহাড়ে
ঘর ছাড়া মানুষেরা
ভয়ে বন বাদাড়ে
আর লয় বোম মারা
উড়াকল আকাশে
জান লিয়া বিষ মাখা
জীবানুরা বাতাসে
পরমানু বোমা লয়
মিসাইলও নাই চাই
ভাত ডাল রুটি চাই
আর চাই পাকা ঠাঁই
বোম মাইরে জান লিয়া
জানি বড় সজা কাজ
জান দিয়ে পিরথিবীটো
গইড়ে দেখা দেখি আজ ।



সাফ কথা

দেখ বাপ খাইটে খাই
মন্দির মসজিদ লিয়ে
শির দুখানোর সময় নাই ।

তবে আইজ্ঞা ইটো বুঝি
রাম রহিমের দুশমনিতে
নাই জুটাবেক রুটি রুজি ।

পূজা নমাজ লিজের থাক
দেশের ভাল করতে গেলে
ভেদ ভাবটা তফাৎ যাক ।

সাফ কথাটা শুনেই যা
ধম্ম লিয়ে বেওসা ছাইড়ে
সবাই তুরা খাইটে খা ।



দেখ’ন টাইনে লুঙ্গি উদের

পুলাও মাটন খাব ন’কি
খাব বাসি ভাত
সিলিক শাড়ী পইরব ন’কি
পইরব দেশী তাঁত !
মুহের বুলি পড়ার কিতাব
কন ভাষাতে হবেক
টুসু ভাদু বান্দনা করম
থাকবে ন’কি যাবেক ?
সবেই মুদের বাতলে দিবি
বাঁচব তুদের মরজি ?
কিসের লাগ্যে মানব তুকে
হামরা কি তুর করজী ?
লুঙ্গি দেখেই চিনিস ধরম
রাখবি কুথায় পাপ ?
ঘরকে যাঁয়ে দেখ’ন লিজের
লুঙ্গি পরা বাপ ।
পৈসা যিমন পইরবে তেমন
মরদ বাপে বেটায়
দেখ’ন টাইনে লুঙ্গি উদের
মাইরব মুহে ঝেঁটায় ।



ধম্ম ভাগাও দেশকে জাগাও

ধম্ম দিয়ে বাছিস মানুষ
হিন্দু না তুই মোল্লা ?
কাউকে দিছিস আছুল্যা বাঁশ
কাউকে দিছিস তোল্লা ।
গদির লোভে সব্বনাশের
বীজ পুঁতেছিশ দেশে
নিজের কবর নিজেই খুঁড়ে
পড়বি গাঢ়ায় শেষে ।
তুদের চইখে আম জনতা
গরু গাধা বলদ
যা বুঝাছিস বুঝবে উঁরা
হোকনা যতই গলদ ?
তুরাই উদের উস্কে দিলি
আগুন দিলি ঘিয়ে
বাগ মানাবি আগুনটো কি
সেনা পুলিশ দিয়ে ?
ছাড়’ন ইবার ইসব খেলা
দেশের দশের লাইগে
ধম্ম ভাগাও দেশকে জাগাও
মান অভিমান তাইগে ।



মুদের ভাষা

হামরা যারা গাঁয়ের মানুষ
গাঁয়ে মায়ে সমান মানি
গাঁয়ের মাটি গাঁয়ের বাতাস
মায়ের ভাষার কদর জানি ।
তুদের কাছে মুদের ভাষার
নাইখ মিঠাস তেড়্যা বেঁকা
মুহ বুজ্যে তাই হাসিস তরা
বললে গায়ে লাইগবে ছেঁকা ।
গাঁয়ের লকের মুহের ভাষার
পুঁথি কিতাব ছাপা বাঁধাই
গাঁয়ের থাক্যে শহুর মেলায়
পৈসা দিয়েই কিনছে সবাই ।
একুশ মানাস বছর বছর
রক্তে রাঙা শহীদ ভাইয়ের
বাংলা তুদের মায়ের ভাষা
মুদেরটা কি লয়’খ মায়ের ?



পিছাই যাছে দেশ

মন্ততন্ত মড়ার খুলি
তাগা তাবিজ মাদুলি
ফকিরের তাকতুক
ওঝাদের ঝাড়ফুঁক ।
চলছে ইখনও বেশ
পিছাই যাছে দেশ ।

হাত দেখেই গননা
জ্যোতিষির ছলনা
পাথর দিয়া আংটি
মুলে দিয়ে কানটি ।
চলছে ইখনও বেশ
পিছাই যাছে দেশ ।

রাশি তিথি দিনক্ষণ
গনকের বিজ্ঞাপন
বিয়া সাদি ভুজনা
ইটা কর উটা না ।
চলছে ইখনও বেশ
পিছাই যাছে দেশ ।


জ্বলদর্চি পেজে লাইক দিন👇
আরও পড়ুন 

Post a Comment

0 Comments