জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /(উৎসব ১৪২৮)/পল্লব গোস্বামী


গুচ্ছ কবিতা 

পল্লব গোস্বামী 


পদ্মপাতায় জল 

আমার বন্ধু জাগরী একদিন 
জিশানকে গিয়ে বলেছিলো : ভালোবাসি |

যে আলোআসা,
মেখলা প্রতিশ্রুতি হয়ে
বেখেয়ালে উঠে এসেছিলো 
আমার অঙ্কের খাতায় |

(একটা ছেলে + একটা মেয়ে 
= আর কেউ নেই সেই দিনে )

পদ্ম পাতায় জল 
গড়িয়ে পড়েছিল |

অসহিষ্ণু আকাশ আর আড়মোড়া এড়িয়ে
 জাগরী আরেকদিন জিশানকে ডেকে
বললো :
"আমাদের আর এক হওয়া হলোনা "

আমি এখনো খাতা খুলি  আর ভাবি,
কিছু অঙ্ক ,কবিতা হতে চেয়েছে শুধু !




❑ কুসুমডিঙা 

প্রতি রাতে 
     মেয়েটির লগ্ন ভেঙে যায়  
আর কাঁদে |
প্রিয় আসেনা তার |
পুড়ে আসে উড়ো খৈ 
ঘুরে ফিরে শাপগ্রস্ত প্রেমিক  হয়ে আমিও আসি 
ভাবি , কীভাবে কান্না মোছাই ! 

হাজার কুসুম ডিঙাই  
হাজার ছায়াসীতা লুকাই হাওয়ায় 

ধীরে ধীরে কান্নারা নদী হয় 
অথচ
 আমার ছায়ার কিছুটা শোণিত
তার সিঁথিতে নদী হবে বলে ,
   রোজ ধুলোট  হয়ে যায় |



দহনকাল


সমস্ত সম্পর্কের ভেতর
তোমার হুলিয়া  ...

কশেরুকা ও কষের ফাঁক দিয়ে
মগজের হৃদয় থেকে আলো ;

আশরীর তোমাকে ধরে না আর|
এমন ধারাপাত !
অবশেষে মায়ের বুকে তোমাকে 
রেখে এলাম।

মর্গে বাজছে প্রথম ঘটনা
তোমাকে বুঝতে ;

হে জীবনদেবী -
এ দ্রাক্ষাদিন নীল হয়ে যায় |


দূরত্ব 

এক আকাশের নীচে শুয়ে আছি আমরা

দূরে মেঘহাতিদের দল হেঁটে যাচ্ছে 

ঝুনঝুনি ফুলে ঢেকে গেছে পথ 

একটু পরেই , বৃষ্টি নামলে

সমস্ত জঙ্গল ফুঁড়ে 
পাখিরা ফিরবে বাসায় 

এক আকাশের নীচে 
পাশাপাশি 
রেললাইনের মতো আমরা

বাসায় ফেরার কোনো তাড়া নেই ,

দুজন দুজনকে ছুঁয়েও দেখবোনা কোনোদিন -



মহাসময় এবং ...

অন্ধকার পেরিয়ে খারাপ থাকার মাঠ |
মাঠপেরিয়ে মৃত নদী|
    নদীর বুক থেকে প্রজন্মের  কালো , বন্যতা  নিয়ে
ঘুমোতে আসে - 
কেলাসিত কলমের পাশে|
বীতশোক গলে পড়ে জলরঙের মতো ...

আমি সেই গলে পড়া জলরং নিয়ে 
               ব্লাঙ্কেট  উড়িয়ে
‌প্রেয়সীর  বুকে টোটো- কোম্পানি...
ক্রমশ তাকে গুলিয়ে  ফেলি ,

কবিতা থেকে কাঙাল মালসাটে
উপন্যাস  থেকে উরুর ভাষায় 
কলম থেকে গভীর কলমে 

আমি জানি ,
       হে ,' বেঁচে থাকা '...
একলা হওয়া ছাড়া ,
      মহাসময়ের  বাকিটুকু  ;
খাবার টেবিল ছাড়া আর কিছু নয় |


জ্বলদর্চি পেজে লাইক দিন👇
আরও পড়ুন 

Post a Comment

0 Comments