Z-generation poem
Arun Das
এক .
আজ
অনায়াসে এঁকে ফেলি
কালো মেঘে ঢাকা আদুরে
আকাশ
শরীর জুড়ে আল্পনা আঁকা
বর্ষাজল নদী৷
ঝুলন্ত ঝরনা পেরোলে ,
জন্ম নেয় ১ম রাত্রিবাস ৷
দুই.
উড়ে যাওয়া মেঘ
উঠাও আকাশ ছেড়ে
ছুঁয়ে ফেলে সবুজ পাহাড় ৷
তিন.
ঊনিশানীর উরুতে
থমকে যায় বাঁশবন
হঠাৎ - ই
বুনো ফুলের গন্ধে লুকোচুরি
খেলে মেঘ ৷
চার.
ঋতুমতী ভোরে
হাঁটতে হাঁটতে থমকে যাওয়া
রোদ ৷
লুকোচুরি খেলে মেঘমহলে ৷
পাঁচ.
ওঁ উচ্চারণে উজ্জ্বল হয়ে ওঠে শূদ্র আকাশ ৷ ঔরস যেন হেঁটে যাওয়া শুক্রানুর উদাসীন পথ৷ অযত্নে ফোটা বুনো ফুল ৷ জ্যোৎস্না ছোঁয় কোণ ৷ ঝরাপাতায় লিখে রাখি এ জীবন ৷
ছয়.
ক্লান্ত শরীর যেন দুর্গম মাঠ। স্পষ্ট পথ হেঁটে, এক পশলা ঘুম।
.....
তুই কি জানিস চূর্ণী,
রাত কতটা নিঝুম হলে,
পিঁপড়ের পায়ে জন্ম নেয়
বর্ণমালা?
বর্ণহীন বৃষ্টি নামে
সবুজ অক্ষরে?
সাত.
খুশির রাত ৷
বৃষ্টিতে ভিজতে ভিজতে একদিন মুগ্ধ চাঁদ লিখে রাখে জঙ্গল ৷ তোর শরীরের তীক্ষ্ণ বাঁকে স্তনভেজা ওঁ কার ৷ ক্লান্তি ফেলে আসা নিসর্গ
ফুল ৷
........ আজ মুখভার সন্ধ্যে ৷ ঝরে পড়া তারাদের আনাগোনা ৷ বাধ্য হয়ে ওঠে অবাধ সঙ্গমে ৷
আট.
গতরাতের ব্যস্ত ঠান্ডা মাখা শহর৷ জীবন যেন মনোরম মন মাখানো মিউজিয়াম ৷
ফুটপাত লিখে রাখে চলমান দৃশ্যপট ৷
বাতাস শেখায়,
কিভাবে তুষারপাত গভীর হলে, বুক ভেসে যায় পাথরে আঁকা সবুজ হ্রদে ৷
নয়.
ঘৃণা নয় ,ঘাসে লেখা রূপকথা
ঘরোয়া পাখিরা খুঁজে নেয়
পরিযায়ী জীবন
সে সব অন্তহীন পথচলা
ক্রমশ কুমারী হয়ে ওঠে
দিনলিপি ৷
দশ .
ঙাপ্পি গন্ধে জেগে ওঠে সাতরঙা পাহাড় ৷ আদিবাসী ঘুমে প্রখর হয় জঙ্গল৷ গাঢ় রাত ৷
ধূসর ছবির পাখি জেগে ওঠে অনায়াসে ৷ জীবন যেন বাহারি অর্কিড ৷
নির্জন ঝরনার ছিটকে আসা জলে, লিখে রাখা রামধনু ৷
অন্তহীন অপেক্ষার শেষে
ছুঁয়ে ফেলি,
সূর্যের আলো ভেজা
পাহাড়ের চুড়ো ৷
জ্বলদর্চি পেজে লাইক দিন👇
আরও পড়ুন
0 Comments