জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /কৃষ্ণেন্দু পাল

গুচ্ছ কবিতা 
কৃষ্ণেন্দু পাল

 তৃষ্ণা মিটুক এবার 
                              
                         
                        (১) 

পৃথিবীর চারদিক নিকষ অন্ধকার।
মধ্যিখানে যুদ্ধে আছি জীবন বাঁচাবার।

অনেকবার ভাবি একটি সহজ কবিতা লিখবো।
ভাষা হবে সাবলীল, বোধ হবে প্রানবন্ত।
কবিতা ছোটো হোক। অসুবিধা নেই।
শুধু পাঠকের জীবনের কথা বলা চাই।
পথিকের বিশ্রাম অবসরের কবিতা।
ট্রেনে গান করা ভিক্ষুকের কবিতা।
অনাথ আশ্রমে বেড়ে ওঠা শিশুদের কবিতা।
আমার কবিতা। আমাদের কবিতা।

দুই ছত্র লেখার পর প্রেম এসে ভিড় করে।
মায়ার বাঁধন আরো জোর করে গলা ধরে।
কবিতা বাঁধা পড়ে কঠিন আর কাঠিন্যতায়।
শব্দরা শক্ত হয়, যন্ত্রনাসিক্ত মলিনতায়।

বাঁধাধরা ছকের বাইরে বেরিয়ে যেতেই পারিনি।
নতুনের আবডালে নিজেকে জড়িয়ে নিতে পারিনি।
পুরোনো শব্দরা আঁকিবুঁকি দেয় কবিতার পাতায়।
উন্মত্ত-লালসা-হিংসার-স্বর কবিতার রক্তিমতায়।

তবুও চেষ্টা শুধু মাথা তুলে দাঁড়াবার।
মধ্যিখানে যুদ্ধে আছি জীবন বাঁচাবার।


                             (২)

আগুনের শিখায় তোমায় খুঁজেছি অনেক।
পুষে রাখা অভিমান পুড়িয়ে ফেলেছি সব।
তপ্ত আলিঙ্গনে বার বার তোমায় বাঁধতে চেয়েছি।

কিন্তু হায়! ঠিক ততবারই দূরে সরে গেছো।
মন ছুঁতে দাওনি কোনো এক অপ্রকাশ্য বেদনায়।

তবুও চাতকের মতো প্রান্তর খুঁজি,
কোনোদিনই তীরে তরী ভিড়বেনা বুঝি!
নমনীয়তায় ভিজে যাবে তুমি, তোমার মন।
শুধু, ঐ ক্ষনের আশায় ভালোবেসে যাই,
               বেসেই যাবো চিরন্তন ...


                               (৩)

ধরো, তোমার প্রেমিকও আমার মতোই কালো।
ধরো, তোমার প্রেমিকও আমার মতোই বোকা।
ধরো, তুমিই তাকে চোখে চোখে হারিয়ে ফেলো।
ধরো, ও তোমায় চায় না, শুধু তুমি চাইছো একা।

তবুও কি ভালো থাকবে তুমি!
তবুও কি নীরবে কাঁদবে না!
তবুও কি ভালোবাসবে তুমি!
তবুও কি হার মানবে না!

জানি এভাবেই চলে জীবন।
জানি এভাবেই সময় হাসে।
জানি নূতনে রাঙে ভাঙামন।
জানি প্রেম ফিরে ফিরেই আসে।


                         (৪)

ঘরছাড়া পাখি আর রাতজাগা জোনাকি,
প্রানভেজা অতীতে ফিরে যেতে চায় কি!
সব বুঝি আমিও, তবু না বোঝার ভানে,
নকশায় বুনি প্রেম, ভালোবাসি মনে মনে।

জানি, তুমি বলবেই, এসব শুধু পাগলামি।
এতো বারণ করো, তবু এতো হ্যাংলামি!
চাই, তোমাকে চাওয়াতেই পাগলামি থাক।
আর, ভালোবাসি বলাতেই পাগলামি থাক।

কোনো একদিনও যেন বুঝতে না পারো,
ভালোবাসি তোমাকেই, হবো আরো গাঢ়ো।
তোমাতেই বেঁচে থাকি, তোমাতেই মরি,
বোকা থেকে তবুওতো তাসে ঘর গড়ি।



                               (৫)

এতো কষ্ট দিওনা আমায়।

একদিন তোমার সব কিছুই থাকবে দেখো।
শুধু আমি নই।

যদিও তাতে তোমার কিছু যায়-আসেনা জানি।
তবু এতো কষ্ট দিওনা।
আমার মৃত্যু বার বার হয়।

জ্বলদর্চি পেজে লাইক দিন👇



Post a Comment

0 Comments