অজানাকে জানুন
৫ ম পর্ব
অরিজিৎ ভট্টাচার্য্য
১] কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
২] " মুদ্রারাক্ষস " এর রচয়িতা কে?
৩] সবচেয়ে ভারী ধাতু কি?
৪] ' টলেমি' কিসের আবিষ্কর্তা?
৫] ফুটবল বিশ্বকাপের প্রথম নাম কি ছিল?
৬] " জুডো " কোন দেশের প্রাচীনতম খেলা?
৭] " কালিদাস " সম্মান কোন রাজ্য থেকে প্রদান করা হয়?
৮] পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষা কোন টি?
৯] সাহিত্যে " ডমরু " একটি বিখ্যাত চরিত্র কিন্তু এর সৃষ্টিকর্তা কে?
১০] কত সালে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে?
১১] " মহাবিষুব " কত তারিখ?
১২] " ব্রিটেন অফ দ্য সাউথ " কোন দেশের উপনাম?
১৩] " সাইল্যান্ট ভ্যালি " কোন রাজ্যে সংগঠিত হয়?
১৪] " ডি সান্তারাম লাইফ টাইম অ্যাচিভম্যান্ট পুরস্কার " -- 2016 সালে কে অর্জন করেন?
১৫] 12 এর উৎপাদন গুলি কি কি?
------------------------
অজানাকে জানুন
৪ - র্থ পর্ব 'র উওর
অরিজিৎ ভট্টাচার্য্য
১] কোন বাঙালি (ভারতীয় )
প্রথম গ্র্যাজুয়েট হন?
উ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২] ন্যাশনাল মেটালারজিক্যাল
ল্যাবরেটারি কতসালে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়?
উ: ১৯৫০ / জামসেদপুরে
৩] রাজস্থানের লোকনৃত্য কে আমরা কি নামে জানি?
উ: ঝুম
৪] দক্ষিণ ভারতের পশ্চিমবাহিনী নদী গুলি কি কি?
উ: নর্মদা - সবরমতি - তাপ্তি ও লুনি
৫]" জুট কর্পোরেশন " নামটির
সঙ্গে আমরা সবাই পরিচিত কিন্তু এটি কতসালে প্রতিষ্ঠিত হয়?
উ: 1971
৬] " Inlocate " শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
উ: তীরন্দাজী
৭] "টাইম মেসিন " একটি বিখ্যাত গ্রন্থ - কার লেখা জানা আছে?
উ: এইচ. জি. ওয়েলেস
৮] মঙ্গলে পাঠানো প্রথম মহাকাব্য যানটির নাম কি?
উ: ও ডি সি
৯] " ব্রিমস্টোন " কি?
উ: প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকা সালফার
১০] " দোদাবেতা " কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ?
উ: নীলগিরি
১১] " লিরা " কোন দেশের মুদ্রা?
উ: ইতালি
১২] প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন?
উ: হ্যারি ট্রুম্যান
১৩] " রূপানুরাগ " কার লেখা?
উ: জ্ঞানদাস
১৪] 10 এর ক্রমিক গুনিতকগলির গ সা গু কত?
উ: 10
১৫] কানাডাকে কিসের দেশ বলা হয়?
উ: পদ্মফুলের।
0 Comments