জ্বলদর্চি

ক্যুইজ-১/সাগর মাহাত

ক্যুইজ-১

সাগর মাহাত


১. ৫ জুন হল—
বিশ্ব বনোমহোৎসব দিবস
বিশ্ব সবুজ অহরণ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিশ্ব বসুন্ধরা দিবস

২. নোকরেক ন্যাশনাল পার্ক অবস্থিত যে রাজ্যে—
সিকিম
পশ্চিমবঙ্গ
মণিপুর
মেঘালয়

৩. 'মৃচ্ছকটিকম' এর রচয়িতা—
জয়দেব
শূদ্রক
বিশাখদত্ত
কালিদাস

৪. 'কমলে কামিনী' নাটকটির রচয়িতা—
মধুসূদন দত্ত
দীনবন্ধু মিত্র
গিরিশচন্দ্র ঘোষ
দ্বিজেন্দ্রলাল রায়

৫. শশাঙ্কের রাজধানীর নাম ছিল—
গৌড়
পাটলিপুত্র
বিষ্ণুপুর
কর্ণসুবর্ণ

৬. ঝাড়গ্রাম জেলা হিসেবে স্বীকতি পায়—
৪ এপ্রিল ২০১৭
৪ মে ২০১৭
৫ মে ২০১৮
৬ জুন ২০১৬

৭. পশ্চিমবঙ্গের যে জেলায় কম বৃষ্টিপাত হয়—
বাঁকুড়া
পুরুলিয়া
ঝাড়গ্রাম
বীরভূম

৮. ওয়ার্ল্ড ব্যাঙ্ক(WB) প্রতিষ্ঠা হয়—
১৯৪৩
১৯৪৪
১৯৪৫
১৯৪৬

৯. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর হল—
নতুন দিল্লি
মুম্বাই
ব্যাঙ্গালুরু
চেন্নাই

১০. রবীন্দ্রনাথ ঠাকুরের 'চন্ডালিকা' যে শ্রেণির নাটক—
ঋতুনাট্য
কৌতুক নাট্য
নৃত্যনাট্য
কাব্যনাট্য

১১. 'Indian Citizenship Act' পাস হয়—
১৯৫০
১৯৫২
১৯৫৫
১৯৬০

১২. ব্যোমকেশ বক্সী চরিত্রটির স্রষ্টা—
সুনীল গঙ্গোপাধ্যায়
সত্যজিৎ রায়
ষষ্ঠীপদ চট্রোপাধ্যায়
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

১৩. কেঁচোর গমনাঙ্গের নাম—
ফ্লাজেলা
ফ্লিপার
প্যাটাজিয়াম
সিটা

১৪. 'সালোকসংশ্লেষ হয়—
পাতার মেসোফিল কলায়
পাতার নীচে
পাতার রন্ধ্রে
জাইলেমে

১৫. পল্লিকবি বলা হয়—
জসীমউদ্দীন
কাজী নজরুল ইসলাম
সত্যেন্দ্রনাথ দত্ত
আহসান হাবীব

(উত্তর পরের সপ্তাহে)

জ্বলদর্চি পেজে লাইক দিন👇

Post a Comment

1 Comments

  1. 1. World Environment Day
    2. Meghaloy
    3. Sudraka
    4. Dinabandhu Mitra
    5.karnasubarna
    6. 4th April, 2017
    7. Birbhum
    8. 1944
    9. Mumbai
    10.Nrityanattya
    11.1955
    12. Sunil Gangopadhay
    13. Flagela
    14. Mesophill Tissue
    15. Jaseemuddin

    ReplyDelete