জ্বলদর্চি

ক্যুইজ-১২ / সাগর মাহাত


ক্যুইজ-১২ / সাগর মাহাত


১. গুপ্তরাজারা যে উপাধি নিতেন—
একাধিরাজ
মহারাজাধিরাজ
পরমেশ্বর
সবকটি

২. গুপ্তযুগে প্রদেশকে বলা হত—
কুমারাত্য
ভুক্তি
আয়ুক্ত
উপরিক

৩. গুপ্তযুগে বণিককে বলা হত—
অক্ষপাতাল
নগরশ্রেষ্ঠ
শত্যবহ
প্রথমকুলীক

৪. স্কন্দগুপ্ত মারা যান—
৪৬৭ খ্রী.
৪৭০ খ্রী.
৪৭৫ খ্রী.
৪৮০ খ্রী.

৫. পুরাণে কটি বিষয় রয়েছে—
৪টি
৫টি
৩টি
২টি

৬. মোট কটি পুরাণ রয়েছে—
১০টি
১৫টি
১৮টি
২০টি

৭. ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার ভারতের রক্ষাকারী বলেছেন—
সমুদ্রগুপ্ত
স্কন্দগুপ্ত
কুমারগুপ্ত
দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৮. অশোকের উপাধি ছিল—
লোকপাল
প্রিয়দর্শী
অমিতঘাত
মহারাজা

৯. গৌড়েশ্বর উপাধি ছিল—
ধ্রুব
লক্ষণসেন
বিজয় সেন
হর্ষবর্ধন

১০. স্পেনে অনুষ্ঠিত ষাঁড় দৌড় উৎসবের নাম—
সান ফারমিন
গুড ফ্রাইডে
ইস্টার 
হেমিস

১১. আলিপুরদুয়ারে বক্সা জাতীয় উদ্যানে যে উৎসব শুরু হয়েছে—
বক্সা পাখি উৎসব ৪র্থ সংস্করণ
লোসার উৎসব
তেজ
লহরি

১২. দক্ষিণ কোরিয়া ২০২৪ সালে আয়োজন করবে—
ক্রিকেট
ফুটবল
শীতকালীন অলিম্পিক
কমনওয়েলথ

১৩. প্রথমবার 'উত্তর পূর্ব ভারত ফান্ড ফেস্ট'-এর আয়োজন করবে যে শহর—
শিলং
গুয়াহাটি
জয়পুর
উদয়পুর

১৪. সান ফারমিস যে দেশের উৎসব—
ভারত
আফ্রিকা
স্পেন
ফিনল্যাণ্ড

১৫. ন্যাশনাল হ্যাণ্ডলুম Expo ২০২০ শুরু হয়—
ভুবনেশ্বর
দার্জিলিং
ইন্দোর
লন্ডন



ক্যুইজ ১১-এর উত্তর

১. ঝাড়খণ্ড  ২. আদনান সামী ৩. জসবিন্দর বিলাস  ৪. ৩১ মে ৫. ৫ এপ্রিল ৬. ৩০ জানুয়ারি  ৭. ৩০ জানুয়ারি ৮. ২৫ জানুয়ারি  ৯. উড়িষ্যা ১০. খোঙ্গজম দিবস ১১. কলকাতা  ১২. নয়াদিল্লি  ১৩. ত্রিপুরা ১৪. আহমেদবাদ ১৫. ভারত

পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments