ক্যুইজ-১৩ / সাগর মাহাত
১. কোন শহরে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের ১০৭তম সংস্করণটি অ ব অনুষ্ঠিত হবে—
ব্যাঙ্গালুরু
পুনে
জয়পুর
কলকাতা
২. কোন শহরে কালা ঘোড়া শিল্প উৎসবের একুশতম সংস্করণ অনুষ্ঠিত হবে—
দিল্লি
মুম্বাই
কলকাতা
লক্ষ্মৌ
৩. 'বাসব জয়ন্তী' পালিত হয়েছিল—
১৩ মে
২৫ মে
২৬ মে
২৮ মে
৪. সন্তু বাসভ প্রতিষ্ঠা করেন যে সম্প্রদায়—
লিঙ্গায়ত
শিখ
বৌদ্ধ
জৈন সম্প্রদায়
৫. লোহার দিবস পালিত হয়—
১৩ জানুয়ারি
২০ ফেব্রুয়ারি
১৫ আগস্ট
১৯ এপ্রিল
৬. মহাভারতের মূল নাম—
বেদ
জয়সংহিতা
গীতা
পুরাণ
৭. কৃষ্ণের গ্রীক নাম—
বিষ্ণু
হেরাকল
প্রভুসূর্য
৮. মৃচ্ছকটিকম এর রচয়িতা—
কালিদাস
শূদ্রক
বিশাখদত্ত
জয়দেব
৯. 'কলিযুগরাজবৃত্তান্তং' থেকে জানা যায়—
পালযুগ
সেনযুগ
কুষাণযুগ
গুপ্তযুগের কথা
১০. বিশাখদত্তের রচনা—
মৃচ্ছকটিকম
মেঘদূতম
ঋতুসংহার
দেবী চন্দ্রগুপ্তম
১১. ভিনসেন্ট স্মিথ 'ভারতের নেপোলিয়ন' বলেছেন—
স্কন্দগুপ্ত
সমুদ্রগুপ্ত
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
কুমারগুপ্ত
১২. 'সূর্যসিদ্ধান্ত' গ্রন্থের রচয়িতা—
আর্যভট্ট
ব্রহ্মগুপ্ত
বিশাখদত্ত
কালিদাস
১৩. 'টিনের তরয়াল' নাটকটির রচয়িতা—
মধুসূদন দত্ত
শম্ভু মিত্র
উৎপল দত্ত
দীনবন্ধু মিত্র
১৪. 'রাধা' উপন্যাসটির রচনা—
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
সমরেশ বসু
১৫. শশাঙ্ক ছিলেন—
বৈষ্ণব
শাক্ত
বৌদ্ধ
শৈব
ক্যুইজ ১২-এর উত্তর
১. সবকটি ২. ভুক্তি ৩. সত্যবহ ৪. ৪৬৭ ৫. ৫টি ৬. ১৮টি ৭. স্কন্দগুপ্ত ৮. প্রিয়দর্শী ৯. লক্ষনসেন ১০. সান ফারমিন ১১. বক্সা পাখি উৎসব ১২. শীতকালীন অলিম্পিক ১৩. গুয়াহাটি ১৪. স্পেন ১৫. ভুবনেশ্বর
0 Comments