জ্বলদর্চি

ক্যুইজ-২৪/ সাগর মাহাত

ক্যুইজ-২৪/ সাগর মাহাত


১. পুরুলিয়া জেলার জন্ম হয়েছিল—
১ নভেম্বর
২ নভেম্বর
৩ নভেম্বর
৪ নভেম্বর

২. বরকত নামটি যুক্ত—
স্বাধীনতা আন্দোলনের সঙ্গে
ভাষা আন্দোলনের সঙ্গে
সিপাহি বিদ্রোহের সঙ্গে
কৃষক বিদ্রোহেরসঙ্গে

৩. লাহো লোকনৃৃৃত্য হল যে রাজ্যের—
মণিপুরী
মেঘালয়
নাগাল্যান্ড
মধ্যপ্রদেশ

৪. ওড়িশার লোকনৃত্য—
ওড়িশি
ঘুমর
মাটকি
কোলি


৫. ভারতে দীর্ঘ পথ অতিক্রমকারী ট্রেনের নাম—
বিবেক এক্সপ্রেস
শতাব্দী
এক্সপ্রেস
চেন্নাই মেল
দূরন্ত এক্সপ্রেস

৬. যে খেলাটির সঙ্গে দিয়েগো মারাদোনার নাম যুক্ত—
ক্রিকেট
ভলিবল
টেনিসফুটবল

৭. ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে—
প্যারিস
টোকিও
বেইজিং
লস এঞ্জেলেস

৮. ইন্দোনেশিয়ার রাজধানী—
জাকার্তা
থিম্পু
দোহা
মানামা


৯. ধানের বিজ্ঞানসম্মত নাম—
ওরাইজা স্যাটিভা
জিয়া মেইজ
সিট্টলাস ভালগারিস
ব্রাসিকা নিগ্রা


১০. ছো মুখোশের জন্য যে গ্রামটি পরিচিত—
পটমদা
চড়িদা
বরাভূম
শুশুনিয়া

১১. চিল্কিগড় কনকদূর্গা মন্দিরটি যে জেলায়—
পশ্চিম মেদিনীপুর
ঝাড়গ্রাম
বাঁকুড়া
পুরুলিয়া

১২. 'কালবেলা' উপন্যাসটির রচয়িতা—
সমরেশ বসু
সমরেশ মজুমদার
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
নবনীতা দেবসেন

১৩. ঋজু বোস চরিত্রের সৃষ্টি করেন—
শিবরাম চক্রবর্তী
মনোরঞ্জন ভট্টাচার্য
বুদ্ধদেব গুহ
সমরেশ বসু

১৪. ফেলুদা চরিত্রটির সৃৃৃৃষ্টি করেছিলেন—
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সত্যজিৎ রায়
প্রেমেন্দ্র মিত্র
শরদিন্দু বন্দ্যোপাধ্যার

১৫. রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম তারিখ হল—
১২৬৭ বঙ্গাব্দ
১২৬৮ বঙ্গাব্দ
১২৭৮ বঙ্গাব্দ
১২৮০ বঙ্গাব্দ



ক্যুইজ ২৩-এর উত্তর

১. উপরেই কোনোটিই নয় ২. বাঁদনা ৩. পূর্ব মেদিনীপুর ৪. ওড়িশা ৫. ব্যাডমিন্টন ৬. আসাম ৭. মাওলিনং ৮. নৃত্যনাট্য  ৯. সিটা ১০. জসীমউদ্দীন ১১. পুরুলিয়া ১২. ১৯৪৪ ১৩. মেঘালয় ১৪. বৃহস্পতি ১৫. ছো নৃৃৃত্য

 
পেজে লাইক দিন👇


Post a Comment

0 Comments