জ্বলদর্চি

ক্যুইজ-২৯/ সাগর মাহাত

ক্যুইজ-২৯/ সাগর মাহাত

১. ভারতের যে রাজ্যে শীতকালে বৃষ্টিপাত হয়—
তামিলনাড়ুতে
আসামে
মেঘালয়ে
কেরলে

২. পাগলাঝোরা জলপ্রপাত যে নদীর দ্বারা সৃৃৃষ্টি—
অজয়
মহানন্দা
গঙ্গা
দামোদর

৩. পোলান্ডের সমান আয়তন ভারতের যে রাজ্য—
মহারাষ্ট্র
আসাম
পশ্চিমবঙ্গ
বিহার


৪. 'সুবজ নগর' নামে পরিচিত হল—
মহারাষ্ট্র
চেন্নাই
ওড়িশা
উত্তরপ্রদেশ


৫. উজ্জয়িনী শহরটি অবস্থিত যে নদীর তীরে—
শিপ্রা
যমুনা
নর্মদা
ভৈরব

৬. দেরাদুন যে রাজ্যের রাজধানী—
উত্তরাখণ্ড
উত্তরাঞ্চল
বিহার
পঞ্জাব

৭. ভারতের সর্বোচ্চ বাঁধ—
ভাকরা
হীরাকুদ
মাইথন
সুয়েজ বাঁধ

৮. গঙ্গা নদীর দৈঘ্য—
২৫২০ কিমি
২৫২৬ কিমি
২৫২৯ কিমি
৩৮৩৮ কিমি


৯. কয়ালি হল—
বন্দর
তেলশোধনাগার
নদী
সাগর


১০. পানাজি যে রাজ্যের রাজধানী—
গোয়া
মণিপুর
অসম
ত্রিপুরা

১১. ডিব্রুগড় শহরটি অবস্থিত—
বিপাশা
ব্রহ্মপুত্র
মহানন্দা
বাংলাদেশ

১২. জাফনা শহরটি ভারতের কোন প্রতিবেশি রাষ্ট্রে অবস্থিত—
ভুটান
পাকিস্তান
শ্রীলঙ্কা
বাংলাদেশ

১৩. ঘর্ঘরা যার উপনদী—
গঙ্গা
অজয়
যমুনা
ব্রহ্মপুত্র

১৪. ত্রিবেণী যে শিল্পের জন্য বিখ্যাত—
পাট
লোহা
চা
কাগজ

১৫. গঙ্গাতীরে অবস্থিত শহরটি হল—
পাটনা
রাঁচী
দিল্লি
পুরী


ক্যুইজ ২৮-এর উত্তর

১. সিন্ধু ২. সিন্ধু ২ হিমাচলপ্রদেশ ৩. ইরাক ৪. লক্ষাদ্বীপ ৫. জলপ্রপাত ৬. পশ্চিমবঙ্গ ৭. জয়সলমীর ৮. উত্তরাঞ্চল  ৯. সাম্বার ১০. তিস্তা ১১. উষ্ণ প্রস্রবন ১২. পুরুলিয়া ১৩. তমলুক ১৪. নদীয়া ১৫. মালদা
 
পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments