জ্বলদর্চি

ক্যুইজ-৩১/ সাগর মাহাত

ক্যুইজ-৩১/ সাগর মাহাত


১. ইন্ডাস্ট্রিয়াল পেপার অন্য যে নামে পরিচিত—
বাণিজ্যিকপত্র
কর্পোরেট
ফিনান্স পেপার
সবকটি

২. বন্ধন ব্যাংক প্রতিষ্ঠিত হয়—
২০১৫ খ্রি.
২০১৩ খ্রি.
২০১৪ খ্রি.
২০১২ খ্রি.

৩. ভারতে T-Bill ইস্যু যত প্রকার—
৩ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
৭ প্রকার

৪. টোলকর আর জলকর আদায় করে—
পঞ্চায়েত
Bank
BDO
পৌরসভা


৫. Broad Money বলতে বোঝায়—
N1
S4
M3
O2

৬. ব্যাংকের সাথে যুক্ত কমিটি হল—
নরসিমহার কমিটি
গ্রামীন কমিটি
নরসিংহ কমিটি
S কমিটি

৭. নিম্মলিখিত যে ব্যাঙ্কের নামের মধ্যে একটি নদীর নাম লুকিয়ে আছে—
SBI
VCG
PNB
PB

৮. 'Prudential' শব্দটি যার সঙ্গে যুক্ত—
শিল্পের সাথে
Amount এর সাথে
চলচ্চিত্রের সঙ্গে
Bank এর সাথে


৯. 'Credit Card' কীসের উদাহরণ—
WB
para banking activities
para banking
সবকটি


১০. এম.এস. স্বামীনাথন যে বিপ্লবের সঙ্গে যুক্ত ছিল—
সবুজ
লাল
নীল
শান্তি

১১. পাট উৎপাদনে ভারতের প্রথম স্থানে থাকা রাজ্যটি হল—
গুজরাট
মুম্বাই
পশ্চিমবঙ্গ
ত্রিপুরা

১২. নিম্মলিখিত যে কৃষি খাদ্য উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে—
ধান
গম
সরিষা
ভুট্টা

১৩. মৎস উৎপাদনের সঙ্গে যুক্ত—
লাল বিপ্লব
হলুদ বিপ্লব
নীল বিপ্লব
সবুজ বিপ্লব

১৪. 'Make in India' প্রথম শুরু হয়—
২০১৪ খ্রি.
২০১৮ খ্রি.
২০১০ খ্রি.
২০২৯ খ্রি.

১৫. পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্পনীতি ঘোষণা করা হয়—
১৯৯৩ খ্রি.
১৯৯৪ খ্রি.
১৯৯৬ খ্রি.
১৯৯৮ খ্রি.


ক্যুইজ ৩০-এর উত্তর

১. বৎসোয়ানা ২. আরাবল্লী পর্বত ৩ কলকাতা ৪. লক্ষ্ণৌ ৫. দক্ষিণতম স্থলবিন্দু ৬. কৃষ্ণ ৭. উলার ৮. চোমোলহরী ৯. মান্নার উপসাগর ১০. জিম্বাবোয়ে ১১. দক্ষিণ আফ্রিকা ১২. কেরল ১৩. ধান ১৪. বাঁকুড়া ১৫. ঝিলাম
 
পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments