জ্বলদর্চি

ভয় কিসের? /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ৩

ভয় কিসের?
ভাস্করব্রত পতি 

ভয় পেয়োনা ভয় পেয়োনা, আমরা মোটেও মারবো না!
সত্যি বলছি মানুষ মারার, কারবারেতে পারবোনা!!
দিলখোলা খুব মন আমাদের, চোখে টুকুও হিংসা নেই!
গলায় চাকু চালিয়ে দেবো, এমন কোনও ইচ্ছে নেই!!
কাঁধের ওপর মর্টার দেখে মুসড়ে গ্যাছো কতই না!
জানো মোরা অহিংস খুব, কাউকে সাবাড় করিই না!!
এসো এসো কাবুল এসো, হেথায় থাকো কয়েক দিন!
পেস্তা, বাদাম, আখরোটেতে পেট ভরাবো রাত্রিদিন!!
হাতে চাবুক, কালাসনিকভ, তাই কি হেথায় থাকবে না?
মিথ্যে ভয়ে মরছো খালি, এগুলোতে তো লাগবে না!!
সাহস দিচ্ছি, তবুও পালাও? বাঁধবো নাকি ঠ্যাং দু'টা?
এক কোপেতেই 'ঘ্যাচাং ফু'তে, টের পাবে ঠিক কাণ্ডটা!!
হেরাট, কুনার, গজনী জুড়ে তালিবানের লাখ ছেলে!
ফুলের মতো ছুঁড়বো বুলেট, মিছেই মোদের ভয় পেলে!!

জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇


জ্বলদর্চি তিরিশ পেরিয়ে... 

ভয় পেয়োনা
সুকুমার রায় 

ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমায় আমি মারব না
সত্যি বলছি কুস্তি ক’রে তোমার সঙ্গে পারব না।
মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই,
তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্যি নেই!
মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না—
জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুঁতোই না?
এস এস গর্তে এস, বাস ক’রে যাও চারটি দিন,
আদর ক’রে শিকেয় তুলে রাখব তোমায় রাত্রিদিন।
হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না?
মুগুর আমার হাল্‌কা এমন মারলে তোমার লাগবে না।
অভয় দিচ্ছি শুনছ না যে? ধরব নাকি ঠ্যাং দুটা?
বসলে তোমার মুণ্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা!
আমি আছি, গিন্নী আছেন, আছেন আমার নয় ছেলে
সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে।

Post a Comment

0 Comments