জ্বলদর্চি

পলাশ বন্দ্যোপাধ্যায় ও সন্দীপ কাঞ্জিলাল-এর কবিতা

পলাশ বন্দ্যোপাধ্যায়
দেশান্তর

হারার কাছে জেতা যখন হারে।
জীবন নামের নিকষ কারাগারে।
তখন কবিতারা,
নিমিত্তে দায়সারা,
নিয়ম ভাঙে হেলায় বারে বারে।

এ সত্যিটা যেদিন থেকে জানি।
তোমার মতো আমিও এটা মানি।
বিপন্নতার দেশে,
অনটনের শেষে,
হেরো'ও বাঁচে সরিয়ে মনের গ্লানি।

এও তো এক বাঁচার পরিসর।
ঘরের ভিতর আর একখানা ঘর।
বিষণ্নতায় ভাবো?
তবুও বলে যাব,
আসলে দেশ দেশেই দেশান্তর।


জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇


জ্বলদর্চি তিরিশ পেরিয়ে... 
প্রতিদান 
সন্দীপ কাঞ্জিলাল 

আমার নাতি
বালির ভাত রান্না করছে 
ধুলোর ডাল নকল উনুনে বসিয়েছে 
কানি খোলার ঝোল বানিয়ে 
কলাপাতায় সাজিয়েছে সবকিছু। 

আমার আর কিছু দেওয়ার নেই ভেবে 
কেউ কিছুই আর আমাকে দিচ্ছে না।
সবাই যখন আমার প্রহর গুনতে ব্যস্ত

তখন আমার নাতি, 
সপেদা গাছের তলায় আমার হারানো শৈশব 
আমাকে ফিরিয়ে দিচ্ছে। 



Post a Comment

0 Comments