জ্বলদর্চি

বিবেকানন্দ ও আরও দুটি /গৌতম বাড়ই

বিবেকানন্দ ও আরও দুটি

গৌতম বাড়ই 


বিবেকের আট

বিবেকানন্দ ভাঙ্গিয়ে এতটা বছর হল,
বিবেক জাগলো কোথায়? 
জ্ঞান ভাণ্ডার শূন্য হলে কথার কথা জোগায় 
চুপ করলে মঙ্গল
চুপ করলেই শুভ 
কেউ কিছু বলছে না ঘাপটি মেরে আছে 
বিবেক জাগায় শোভাযাত্রায়,
তলে তলে দোস্তি চলে শয়তান আর সাধু ।

বিবেকানন্দ সাতে নয় আটেই আছে আজ, 
১৬১ মানেই এক যোগ ছয় যোগ এক 
আটটুকরোয় খানখান।

( এইসব মনিষীদের নিয়ে খুব গভীর ভাবে তাঁদের বাণী অনুধাবন করতে না পারলে , উদযাপনের অর্থ হয় না। আমার কাছে মনে হয় পুরোটাই ভেক। তাঁকে নিয়ে লিখবার সে ধৃষ্টতা আমার নেই। প্রণাম স্বামীজী-কে) 


জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇


জ্বলদর্চি তিরিশ পেরিয়ে... 

কবিদের ছুটি করে দাও

গল্পগুলো ভিড় করে আসে শুধু
তুলোর মতন উড়ছিলো আর উড়ছিলো 
ভার নয় তবুও কেন জানি চেপে ধরে 
স্তন বুক ওষ্ঠ চারিপাশ
আগাছায় ছেয়ে চেয়ে 
'চাঁদ' বলে কোনও বৈরাগী হাঁটু ডোবা জলে 
নেমে ভিজে আসে কিছুক্ষণ
ধেনো কারবারির থেকেও নিকৃষ্ট 
কবির আচরণ
কবিতা বোঝায় সে সাধুশব্দ অলঙ্কারে 
আর ব্যাকরণে 
কে বোঝাবে কবিতা বুঝবার নয় ভাববার
কে বোঝাবে কবিতা ব্যাকরণগত অভিধান নয়
কবিতা মানুষ আর মানুষের সব নিয়ে আসলে
এক দীর্ঘশ্বাসের লাগামহীন উপন্যাস 



যাদের খাড়া দুটো শিং

একটা পা ধরতে যাবেই 
যাচ্ছে লোক কুস্তি করে উস্তি থেকে ধর্মতলা
তোমার হাতে প্যাকেট গোঁজা আছে? 

একটা হাত ধরতে হবেই 
যাচ্ছে লোক তাবিজ বেঁধে বড়েবাবার ধামায়
তোমার কিছু জন-সংযোগ আছে?

একটা কিছু করতে হবেই 
যাচ্ছে সবাই মেদিনীপুর কিংবা মদনপুর 
তোমার কিছু নামকামানোর আছে? 

একটা কিছু নসীব খারাপ আছে 
যাচ্ছে লোক বোকচন্দ্র আরুগারু বড্ড মেহনতে
তোমার কিছু উপায় জানা আছে?

Post a Comment

0 Comments