জ্বলদর্চি

দুটি কবিতা/ বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়



দুটি কবিতা 
বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়

প্রার্থনা

তুমি আমাদের পিতা ঈশ্বর,তুমি আমাদের মাতা,
ভ্রাতা ও ভগিনী, নিকট আত্মীয় -বিপদে পরিত্রাতা।
হৃদয়ে তোমার আবাস হে প্রভু,বাস করো তুমি মনে,
মুনি ও ঋষিরা খোঁজেন তোমায় নির্জনে তপোবনে,।।

তোমার আরাধনা করে যে সকলে মসজিদে মন্দিরে,
গির্জায় যায়, গুরুদ্বারে যায়, থাকে তোমাকেই ঘিরে,
গুরু গ্রন্থ আর বেদ,বাইবেলে আছে তব নির্দেশ,
কোরান শরিফ,ত্রিপিটকে পাই করুণা তোমার অশেষ ।।

জানি ওগো প্রভু -এই পৃথিবীতে তুমিই পরম সত্য,
তুমি আমাদের পালয়িতা জানি -মার মতো নিঃশর্ত,
আনন্দময় এ বিশ্বে বাস সেটা তো তোমারই জন্য ,
বিশ্ববাসীরে ভালোবাসি যেন,এ প্রেম অগ্ৰগণ্য ।।

সুখ ও দুঃখ,খ্যাতি ও নিন্দা এসব তোমারই দান,
সমদর্শনে যেন সবে দেখি না করে ভিন্ন জ্ঞান,
ভক্তি ও প্রেম প্রীতি ও বিনয় থাকুক আমাদের চিত্তে,
লালায়িত যেন হই না কখনো স্বর্ণমৃগ অনিত্যে ।।

হিংসা দ্বেষের অবসান করো  শংকিত এই বিশ্বে,
ভরে তোলো এই বিশ্ব আবার ক্ষমা সুন্দর দৃশ্যে ।,
দাও সংযম,আত্মশাসন,রিপু দমনের শক্তি ,
দাও এ চিত্তে বিশ্ব প্রেম আর হৃদয়ে শুদ্ধা ভক্তি ।।

তুমি এসে গেলে শান্তি আসবে তোমার সঙ্গে সঙ্গে,
সান্ত্বনা পাবে সকল বিশ্ব থাকবে নন্দে রঙ্গে ।
ঝড় থেমে যাবে হাসবে বিশ্ব, শান্তির পরিবেশে ,
থাকবে মানুষ প্রশান্ত হয়ে সকলেরে  ভালোবেসে ।।

এসো এসো প্রভু হৃদয়ে আমার বাস করো এই বক্ষে,
তোমাকেই যেন সর্বদা দেখি ভক্তি সজল চক্ষে।
তুমি যদি থাকো সঙ্গে হে প্রভু সাহস আসবে হৃদয়ে,
অদৃশ্য তুমি সহায়তা দাও আমাদের রিপু জয়ে  ।।

তোমার মহিমা প্রকাশিত হোক সবার  মর্মে, কর্মে,
মহীয়ান তুমি সম্মুখে থেকো সবার আচারে, ধর্মে ।
সকলের হিত করে চলি যেন না মেনে আপন স্বার্থ,
মনে  রাখি  যেন  সর্বদা  প্রভু  তুমিই  পরমার্থ ।।


জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇



জনৈক বিরহীর আক্ষেপ

ব্যস্ত কি খুবই ? কথা বলবার 
সময় কি নাই মোটে ?
ভাবছো এ ন্যাকা এমন সময়ই-
কোথা হতে রোজ  জোটে ?

 ভালোবাসি তাই নিয়তই খুঁজি-
মাঝে মাঝে চলে আসি-
বলতে একথা, "বন্ধু তোমায়
খুবই আমি ভালোবাসি।"

ছবি যে চাইবো নিষেধ করেছো,
চাইবো না ছবি আর ,
কি নিয়ে বন্ধু  থাকবো বলতো
নির্দেশ দাও তার ।

টা টা বাই বাই আজ তবে যাই -
আসবো না কাছে আর ,
সুন্দর মুখ মনে গেঁথে নিয়ে-
করবো সময়  পার ।

দুঃখ আমার জীবনের সার-
বন্ধুকে ভালোবেসে ,
কোথায় এখন যাই বলো ওগো,
কোথা যাই আজ ভেসে ?

 ও বন্ধু, তুমি পড়লে কি সব-
আমার এ দুখের কথা ?
এতো টুকু যদি ভালোবাসা দিতে-
দূর হতো সব ব্যথা ।

বুক নিংড়ানো এই সব কথা
চোখের জলেতে লেখা,
কে বা বোঝে সব , কে বা দেখে সব -
কে বা দেয় এসে দেখা  ?

অনুরোধ করি বন্ধু তোমায় ,
ভালোবেসে কাছে এসো -
 অপ্রেমী তুমি জানি তো এ কথা
অভিনয়ে ভালোবেসো ।

এতো টুকু যদি ভালোবাসা দিতে-
মিথ্যে হলেও নিতাম ,
গভীর রাত্রে জোনাকির আলো-
তবুও তো আলো পেতাম ।

অভিনয় গুণে এ ভালোবাসাই
সত্যি তা মনে হতো -
সে ভালোবাসায় শূন্য এ মন
খানিক শান্তি পেতো ।



Post a Comment

0 Comments