জ্বলদর্চি

বাবার দেওয়া/ ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ১২

বাবার দেওয়া
ভাস্করব্রত পতি 

বাবার দেওয়া লাঙল গরু
সাথে নিয়ে চলরে ভাই।
এই বয়সে বুড়া বাপের
মাঠে যাওয়ার সাধ্য নাই।।
বাবার হোটেল বন্ধ এবার
ফাঁকিবাজি ফর্দাফাঁই।
সংসারটা দেখতে হবে
ভারী জোয়াল চাপছে তাই।।
থাক না এম. এ. সার্টিফিকেট
মূল্যহীন শুকনো ছাই।
ট্যাঁকের মাঝে থাকলে টাকা
জুটতো তবে চাকরিটাই।।
আয়রে সবাই বাবার নামে
শপথ করে বলতে চাই।
এই পোড়া দেশে আর কোনদিন
মানুষ জন্ম নেবো নাই।।



জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇



মায়ের দেওয়া

রজনীকান্ত সেন 

মায়ের দেওয়া মোটা কাপড়
মাথায় তুলে নে রে ভাই।
দীন-দুঃখিনী মা য়ে তোদের
তার বেশী আর সাধ্য নাই।।
ঐ মোটা সূতোর সঙ্গে, মায়ের
অপার স্নেহ দেখতে পাই।
আমরা, এমনি পাষাণ, তাই ফেলে ঐ
পরের দোরে ভিক্ষা চাই।।
ঐ দুঃখী মায়ের ঘরে, তোদের
সবার প্রচুর অন্ন নাই।
তবু, তাই বেচে কাচ, সাবান মোজা,
কিনে কল্লি ঘর বোঝাই।।
আয়রে আমরা মায়ের নামে
এই প্রতিজ্ঞা ক’রব ভাই।
পরের জিনিষ কিনবো না, যদি
মায়ের ঘরের জিনিষ পাই।।

Post a Comment

0 Comments