জ্বলদর্চি

সুমিত্রা ঘোষ ও সর্বজয়া নন্দ-র কবিতা

সুস্বাগতম 
সুমিত্রা ঘোষ 

সবাই মিলে তুলবো ধ্বনি 
চাই না অশান্তি, চাই শান্তি
ফেলে আসা বীভৎস স্মৃতি 
হয় যেন চির অবলুপ্তি।

ফেলে আসা জীবনের যত
গ্লানি ধুয়ে মুছে যাক
একটা পরিচয় হয় যেন হয়
প্রকৃত মানুষ হয়ে ভয় করব জয়।


জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇



 অহং
সর্বজয়া নন্দ

আমি তো চাই ভুলেই যেতে তোমায় 
মানতে চাই না—তোমার দয়ায় বাঁচি- 
অর্জিত এই অর্থ—শান্তি-মান— 
নিয়ে ভাবি—কর্ম জোরেই আছি। 
জীবন যুদ্ধে যখন ঘটে বিপদ—
সব ভুলে যে তোমায় পড়ে মনে ; 
আমার ব'লে যা কিছু, তখন— 
সবই তোমার–মানি প্ৰতিক্ষণে । 
যা দিয়েছ তুমি দু'হাত ভরে—
তা যে তোমার—যেন ভাবতে পারি ;
বিবেকবোধটি জাগিয়ে রেখো মনে- 
‘অহং’ নিয়ে না যেন গো মরি।।

Post a Comment

1 Comments