জ্বলদর্চি

গুচ্ছ কবিতা- ১২ / শুভশ্রী রায়

গুচ্ছ কবিতা- ১২ 
 শুভশ্রী রায়

পঞ্চ উপাদান

হাওয়া 

ওড়াতে সে পারে তোমাকে, বদলে নিজেই ওড়ে
নিজের অফুরন্ত শক্তিকে রেখেছে গোপন করে
প্রবাহ তার সহজাত শিক্ষা, প্রবাহই তার নিঃশ্বাস
তার অমিত গতির ওপরে রেখ তুমি ঢের বিশ্বাস;
তোমার ফুসফুস তোমার প্রাণভোমরা তার মুঠোয়
তবু ভালোবাসে বলে জানলায় কৌতুকে লুটোয়।



আগুন 

যে কোনো সময়ে আগুনকে নিয়ে এত খেলো না
যখন তখন তার মুখের সামনে নিজেকে মেলো না
নিতে পারো তুমি তার তেজ, জ্বলবার জেদ খানিক
তুমিও তার অনুরাগে জ্বলে হতে পারো রত্নমাণিক;
তার অস্তিত্ব ঔজ্জ্বল্য সমস্ত কিছুই জ্বালায় মূলত
শুদ্ধ হতে পারো অগ্নিস্পর্শে সতর্ক দূরত্বে অবিরত।



মাটি

তোমার ছায়াকে অবলীলায় টেনে নেয় নিজে
তোমার দুঃখে তার করুণচোখও যায় ভিজে,
সমস্তটা মাটির গর্ভ থেকে উঠেছ, বেড়েছ তুমি
তারপরেও কেন ভুলে থাক শস্যসফল ভূমি?
ফিরে যাও তার কাছে সব নাগরিক ছল ছেড়ে
নগর তোমার আদি পরিচয় নিতে পারে কেড়ে।




জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇




জল 

তুমি যেও মাঝেমাঝে তার নাম বড় সহজ জল
সে জানে ঘাট আঘাটা ছুঁয়ে বয়ে যাওয়ার ছল,
স্থবিরতা ধর্ম নয়, ঢেউয়ে ঢেউয়ে নিজেকে টানে
শব্দে নিঃশব্দে অনন্তকাল প্রবাহিত হতে জানে;
ভূমিতে বিরূপ হলে মানুষের চোখ থেকে ঝরে
তার কাছে যাও সে তোমাকে দেবে নির্মল করে।



আকাশ

মাথার ওপরে সে এক আদিম রহস্য বিস্তার
চন্দ্র সূর্যকে ধরে আছে গ্রহদের নিয়ে সংসার
গর্ভে তার দিন লুকিয়ে থাকে, রাত ঢুকে থাকে
শত সহস্র ছায়াপথ আশ্রয় করে আছে তাকে;
তার রুপালি পোষাক নীল গহীনতা অফুরান
আকাশকে ভুলো না, মাটিকে তুমি তার দান।

Post a Comment

2 Comments

  1. সবকটি কবিতা ই ভালো লাগলো

    ReplyDelete
  2. ধন্যবাদ

    ReplyDelete