জ্বলদর্চি

সুভাষ জানা ও সিদ্ধার্থ সাঁতরা-র কবিতা

সুভাষ জানা ও সিদ্ধার্থ সাঁতরা-র কবিতা 


তবুও অশ্রুরতা
সুভাষ জানা

দেখেছো কি অপরাহ্নের
বৃদ্ধাশ্রম, অথবা
সায়াহ্নের বৃন্দাবন! 

এক নারী জানালার ওপাশে বসে
চোখ মোছে বারবার, 
যত ভেসে ওঠে
সেই ছবি স্মৃতি পটে
নিজ হাতে গড়া তার ভরা সংসার। 

আর এক নারী দেখো
সব থেকেও সে রিক্তা, 
এখন গোবিন্দ চরণাশ্রিতা
সন্ধ্যা প্রদীপ জ্বেলে
শেষ আর্তি জানাতেছে বারবার-
এবার আমারে তুমি, হে প্রভু
কাছে টেনে নাওগো তোমার। 

এই তো সেই নারী
যার গর্ভ, স্তন
মন ও মনন
আমাদের সভ্যতার ভিত, 
তবুও সভ্যতার শিখর হতে
ভূপাতিত শিলাখণ্ডের মতো
আজও সে ব্রাত্য, অনাদৃত ।

জ্বলদর্চি অ্যাপ ডাউনলোড করে নিন।👇


সীমানা থেকে সীমানা
সিদ্ধার্থ সাঁতরা

বিভ্রম ও জীবন, জীবন আর বিভ্রম
এই-ই সব বাকিটুকু টুকিটাকি

স্বপ্নের ভেতর যে জীবন তার চেয়ে
বড় আর কিছু নেই যা অন্যেরা
মেনে নিতে নাও পারে
যদিও হিসেব-নিকেশ মিলিয়ে নেওয়াই রীতি

বরাদ্দ জমিটুকু স্বপ্নের ভেতর
তার জন্য ব্যস্ততা কত !
সব শেষে শুধু হেলাফেলা
অপ্রস্তুত ইচ্ছেগুলি
স্বপ্নের ভেতর স্বপ্ন, মধ্যরাত
ঘটনার খুঁটিনাটি
কাঁটাতার থেকে চাকরি
ভালো আছি, স্বপ্ন-জীবন আর তার টুকিটাকি

সীমানা থেকে সীমানা মুছে যাচ্ছে দূরত্বটুকু
যদিও স্বপ্নের শেষে রাষ্ট্র ভীষণ একাকী...

🍁
বাড়িতে বসেই রেজি.ডাক মাধ্যমে জ্বলদর্চির বিশেষ সংখ্যাগুলো সংগ্রহ করতে পারেন। যোগাযোগ  হোয়াটসঅ্যাপ - ৯৭৩২৫৩৪৪৮৪

Post a Comment

1 Comments