অমর সাহা ও সুমিত্রা ঘোষের কবিতা
মৃত্যু
অমর সাহা
বনের পাতা ঝরার হাওয়া উড়ছে ;
পাতা ঝরা তো নতুন ভাবে জন্ম দেয়—
কিশলয়গুলি বসন্তে নতুনভাবে বাঁচে ;
বেঁচে থাকার রসদ খুঁজে খুঁড়ে খুঁড়ে হৃদয়কে ৷
মানুষ বড় অসহায় বলে : উঠে দাঁড়াতে
কমপক্ষে দুশো দিনেরও বেশি কিংবা ঘন্টা
আটচল্লিশ হাজারেরও সময় অতিবাহিত করে ৷
প্রকৃতির তাপে ও ভাপে অসংখ্য জীব ধ্বংস
প্রকৃতির বুকে শীতের যে জবুথুবু রূপ
বসন্তের আগমনে ঘুরে ফিরে আসে সবুজ ৷
সবুজের বার্তা বয়ে নিয়ে যায় দেবরাজ ৷
সবুজের রথ বয়ে বেড়ায় নানাভাবে
মৃত্যু নয়, জীবনের আর এক রূপ দিতে
শীতের আগমন বার্তা ৷ হৃদরোগজর্জরিত বিশ্ববাসী
দক্ষিণ-পূর্ব এশিয়াই বহু মানুষের মৃত্যুমিছিল দেখে
কেন আমরা নিজেদের শুধরাতে না পারি ?
বনের পাতা ঝরার মত ঝরে পড়ছে নারী পুরুষ
সকলেই শীত করালগ্রাসী বলে ৷
জাগতিক নিয়মকে কে পারে খণ্ডাতে ?
সবুজের সমারোহ তো মৃত্যুরই নামান্তর ৷
সাহেব ভূত
সুমিত্রা ঘোষ
এ ভূত সে ভূত নয়
বিদেশী তথা ইউরোপিয়ান ভূত
হ্যাটকোট আর টাই পরা
সোনালি চুলে মাথা ভরা ।
সাহেব ভূতের ভাষা ভিন্ন
প্রশ্ন করলে উত্তর হবে ছিন্নভিন্ন
চুরুট টানা সাহেব ভূত
দেখতে যদি চাও
কলকাতায় সাহেব পাড়ায় চলে যাও ।
0 Comments